Investment Plan: এবার অমৃত কলশ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৩০ জুন পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কিমে্। এই স্কিমে সাধারণ জনগণ ৭.১ শতাংশ ও প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ সুদ পাবেন৷ মনে রাখবেন, এই বিশেষ স্কিমের মেয়াদপূর্ণ হয় ৪০০ দিনে। অমৃত কলশ প্রকল্পটি আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বৈধ ছিল।


SBI Amrit Kalash: কী বলেছে ব্যাঙ্ক ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ওয়েবসাইটে জানিয়েছে, ৪০০ দিনের SBI Amrit Kalash নির্দিষ্ট মেয়াদি প্রকল্পের সুদের হার হবে ৭.১০ শতাংশ ১২ এপ্রিল ২০২৩ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। প্রবীণ নাগরিকরা এতে ৭.৬০ শতাংশ সুদ পাবেন।স্কিমটি ৩০জুন ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে।


SBI অমৃত কলশ ফিক্সড ডিপোজিট স্কিমটি ২ কোটি টাকার কম মেয়াদি আমানতের ক্ষেত্রে বৈধ হবে। এর মধ্যে অনাবাসী ভারতীয় টার্ম ডিপোজিট আমানতও অন্তর্ভুক্ত রয়েছে। ফিক্সড ডিপোজিট স্কিমটি নতুন ও রিনিউয়াল আমানতের ক্ষেত্রেও বৈধ। মনে রাখবেন, মেয়াদি আমানত ও বিশেষ মেয়াদি আমানতগুলিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলশ স্কিমের অধীনে পড়ে।


SBI Amrit Kalash: কী রয়েছে নিয়ম ? 
অমৃত কলশ স্কিমের সুদ মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক ব্যবধানে দেওয়া হবে। এখানে বিশেষ মেয়াদি আমানতের জন্য সুদ মেয়াদপূর্তিতে দেওয়া হয়। SBI FD-এর মেয়াদ শেষে গ্রাহকের অ্যাকাউন্টে TDS-এর নেট সুদ জমা করবে।আয়কর আইন অনুযায়ী এই স্কিমের টিডিএস কাটা হবে। SBI অমৃত কলশ স্কিমে ঋণ সুবিধা পাওয়া যায়। এতে আপনি মেয়াদ পূরণের আগেও টাকা তোলার সুবিধা পাবেন। তবে সেই ক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম।


গ্রাহকরা SBI-এর স্থানীয় শাখায়, নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা SBI YONO মোবাইল অ্যাপ ব্যবহার করে অমৃত কলশ স্কিমে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কম মেয়াদি আমানতে সাধারণ জনগণকে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশের মধ্যে সুদ দেয়। প্রবীণ নাগরিকদের জন্য, রিটার্ন ০.৫ শতাংশ বেশি ও ৩.৫ শতাংশ থেকে ৭.৬ শতাংশ পর্যন্ত থাকে।


মেয়াদি আমানতের জন্য যা সাত থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হবে, সেখানে সুদের হার ৩ শতাংশ। SBI ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদি আমানতের ওপর ৪.৫ শতাংশ রিটার্ন অফার করে। ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে FD-এর ক্ষেত্রে রিটার্নের হার ৫.২৫ শতাংশ।


আরও পড়ুন : Facebook-এর কাছে রয়েছে আপনার পাওনা টাকা ! কীভাবে দাবি করবেন ?