অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: এবার বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াই দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীদের বুথে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক পরেশ মুর্মু (Paresh Murmu)। ভোট চাইতে এলে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে বাড়িতে ঢুকতে না দেওয়ার বিধান তৃণমূল বিধায়কের।


বিরোধীদের ঝাঁটাপেটা করার দাওয়াই: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে পরেশ মুর্মু বলেন, “এই বিজেপি, কংগ্রেস, সবাই মিলে একসঙ্গে...এই সিপিএম...গরিব মানুষের মাথার ছাদ আপনাদের কেড়ে নেয়, তাদের আপনারা ঘরে বসতে দেবেন? কথা শুনবেন? তাদের তাড়াবেন ন? দূর করবেন না? একটা বুথেও কোনও স্থান দেবেন না। তাদের ঝাঁটাপেটা করবেন।’’                                                                     

২০১৮-র মতো, যাতে ২০২৩-এর পঞ্চায়েত ভোটে অশান্তি না হয়, তার জন্য সম্প্রতি দলের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন, বিধায়ক, সাংসদরা যেভাবে অগ্নিপরীক্ষা দেন, পঞ্চায়েতেও সেভাবেই জিতে আসতে হবে। গা জোয়ারি করে জিতব, তা এবার হবে না। কিন্তু অভিষেকের এই নির্দেশের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল হুমকি হুঁশিয়ারি। বিরোধীদের বুথে ঢুকতে না দেওয়া ও ঝাঁটাপেটার নির্দেশ দিলেন পরেশ মুর্মু। তিনি বলেন, “তাড়িয়ে দেবেন। কারণ, এরা বাংলার বিরোধী। একটাও বুথে আপনারা বিজেপির কোনও ক্যান্ডিডেটকে স্থান দেবেন না। কোনও নেতা যদি এলাকার কোথাও যায়, ঝেঁটিয়ে বিদায় করবেন মায়েরা।’’                                                       

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, হুঁশিয়ারি দিয়েছেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও। সিপিএমের কেশিয়াড়ি এরিয়া কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় সাহু “একের পর এক বিধায়ক, সাংসদরা জেলে ঢুকছে, তাই অসলংগ্ন কথা বলছেন। মানুষ আমাদের সঙ্গে আছে, তাই ওদের কথায় যায় আসে না।’’


আরও পড়ুন: Anupam Hazra: 'প্রত্যাবর্তন!' মুকুলের 'ভ্যানিশ' হওয়ার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের