নয়াদিল্লি: Skoda Kushaq-এর লঞ্চের পরই বাড়ছিল কোম্পানির প্রতি কৌতূহল। এসইউভির সাফল্যের ধারা বজায় রাখতে এবার নতুন সেডান আনতে চলেছে স্কোডা। নাম দিয়েছে স্লাভিয়া। ভারতেই এই মডেল সবার আগে লঞ্চ করবে কোম্পানি।
Skoda Slavia Update: স্কোডা ইন্ডিয়ার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শুরু হয়ে গেল টিজার। আগেই গাড়ির আউটলাইন এফেক্টের ছবি প্রকাশ্যে এনেছিল কোম্পানি। কমলা কাগজে মোড়া স্লাভিয়া দেখা গেল রাস্তায়। নিজেই সেই ছবি পোস্ট করেছে চেক কোম্পানি স্কোডা। সম্প্রতি স্কোডা কুশ্যাকে ভালো সাড়া পাওয়ার পরই এই দিকে ঝুঁকেছে কোম্পানি। শোনা যাচ্ছে, বিভিন্ন সেগমেন্টে নিজেদের গাড়ি লঞ্চ করবে এই প্রিমিয়াম কার মেকার।
Rapid বন্ধ করছে স্কোডা !
এক সময় জার্মান অটোমেকারদের সঙ্গে দেশে পাল্লা দিত এই প্রিমিয়াম সেডান। যদিও অক্টাভিয়া সাফল্য পেলেও মিড সাইজ সেডানে থমকে যায় স্কোডার সেল। হাজারো Rapid-এর ফেসলিফট আর নিতে চাইছিলেন না ক্রেতারা। তাই নতুন করে Rapid-এর ফেসলিফট এবার বন্ধ করেছে স্কোডা। সূত্রের খবর, তারই পরিবর্তে বাজারে আনা হচ্ছে স্কোডা স্লাভিয়াকে। Rapid-এর সাইজের হলেও অনেক বেশি প্রিমিয়াম ফেসিলিটি থাকবে এই সেডান মডেলে।
চলতি বছরেই লঞ্চ ভারতে ?
গাড়ির বিষয়ে স্কোডা অটো ইন্ডিয়ার (Skoda Auto India) ডিরেক্টর জ্যাক হলিস জানিয়েছেন, আগামী বছরে পা দেওয়ার আগেই ভারতে লঞ্চ হবে এই গাড়ি। ভারতে স্কোডা কুশ্যাকের মতই এমকিউবি লেটেস্ট প্লাটফর্মে তৈরি হয়েছে মিড সাইজ সেডান। কোম্পানি সূত্রে খবর, ২০২১ সালের মধ্যেই আসতে চলেছে এই গাড়ি। ইতিমধ্যেই সেডানের টিজার লঞ্চ করেছে স্কোডা। যেখানে কেবল গাড়ির স্যাডো আউটলাইন দেখানো হয়েছে। যার মাধ্যমে এর ডিজাইন ল্যাঙ্গোয়েজ সম্পর্কে আন্দাজ করতে পারবেন ক্রেতারা। তবে এই টিজার ছবি প্রকাশ্যে আসার পরও গাড়ির লঞ্চ ডেট নিয়ে কিছু বলেনি কোম্পানি।
Skoda Slavia-র প্রতিদ্ব্ন্দ্বী কারা ?
এই সেগমেন্টে হন্ডা সিটি, মারুতি সুজুকি সিয়াজ, হুন্ডাই ভার্না, ফক্সওয়াগন ভেন্টোর সঙ্গে লড়াইয়ে নামতে হবে স্কোডা স্লাভিয়াকে। মূলত মিড সাইজ সেডান সেগমেন্টকে টার্গেট করেই এই গাড়ি আনা হচ্ছে। এই তালিকায় নাম রয়েছে Toyota Yaris-এর। যদিও বিক্রি খারাপ হওয়ায় এই গাড়ি নিয়ে আর নতুন করে ভাবছে না Toyota। বাজার থেকে এই গাড়ি সরিয়ে দিয়েছে কোম্পানি।
গাড়িতে কি ইঞ্জিন ?
স্লাভিয়া সেডানে নতুন টার্বো পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। তবে সেই ক্ষেত্রে অটোমেটিক বা ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হতে পারে গাড়িতে। এরকম হলে সেডানে সিক্স স্পিড ম্যানুয়াল বা সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স থাকতে পারে।
আরও পড়ুন: Maruti Suzuki Upcoming SUV: Tata Punch-এর পাল্টা, বালেনো ডিজাইনের এসইউভি আনছে Maruti
আরও পড়ুন: Tata Punch:লঞ্চের আগেই স্টার, অন্য এসইউভির থেকে কোথায় আলাদা টাটা পাঞ্চ ?
আরও পড়ুন : How To Control A Car: গাড়ির ব্রেক ফেল করলে কীভাবে বাঁচবেন দুর্ঘটনা থেকে ? মেনে চলুন এই রুল