Ajay Singh: বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটে বাড়ছে সমস্যা। সম্প্রতি তথ্য প্রকাশ্যে এসেছে যে এই সংস্থা কর্মীদের বিগত ১০ মাসের প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বকেয়া শোধ করেছে। এছাড়া কর্মীদের যে বেতন বাকি ছিল তাও শোধ করেছে। সংস্থাটি স্বস্তির নিশ্বাস ফেলতে না ফেলতেই দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখার পক্ষ থেকে স্পাইসজেটের ম্যানেজিং ডিরেক্টর (Spicejet) এবং চেয়ারম্যান অজয় সিং (Ajay Singh) ও অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এতে অসততা এবং অন্যান্য অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।
৬৫.৭ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড না মেটানোর অভিযোগ EPFO-র
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সংবাদসূত্রে জানা গিয়েছে ইপিএফও অভিযোগ করেছে যে এই সংস্থা তাদের কর্মীদের ৬৫.৭ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া মেটায়নি এখনও। স্পাইসজেটে প্রায় ১০ হাজার কর্মী কাজ করেন। এই সংস্থা তাদের মাসিক বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেয়। ২০২২ সালের জুন মাস থেকে কর্মীদের বেতনের কেটে নেওয়া পিএফের টাকা তাদের ইপিএফ অ্যাকাউন্টে জমা করেনি। আর এই টাকা জমা করার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে স্পাইসজেটকে।
অজয় সিং ছাড়াও অন্যান্য ডিরেক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
১৬ সেপ্টেম্বর অর্থনৈতিক অপরাধ শাখা স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। স্পাইসজেটের অন্যান্য পরিচালক শিবানী সিং, স্বাধীন পরিচালক অনুরাগ ভার্গব, অজয় ছোটেলাল আগরওয়াল এবং মনোজ কুমারের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। এই এফআইআরে বলা হয়েছে যে কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া টাকা সময়মত ইপিএফও-তে জমা দেওয়া দরকার।
১০ মাসের পিএফের টাকা বকেয়া ছিল
স্পাইসজেট ৪ অক্টোবর নিজেই ঘোষণা করেছিল যে এই সংস্থা তাদের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের ১০ মাসের বকেয়া টাকা জমা দিয়েছে। এর বাইরে QIP-এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে কর্মীদের বেতন ও জিএসটি পরিশোধ করেছে। এই বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে স্পাইসজেট এখন নিজেকে পুনরুদ্ধারের পথে রয়েছে, সংস্থার পক্ষ থেকে সকল দায়িত্ব পালন করা হবে। এছাড়া বিমান সংস্থাগুলির সঙ্গেও চুক্তিও করেছে।
আরও পড়ুন: MTNL: ৩২৫ কোটির ঋণ, ডুবতে বসেছে এই টেলিকম সংস্থা; বড় সিদ্ধান্ত SBI-এর