Layoffs Update: বিশ্বব্যাপী মন্দার আবহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল আরও এক কোম্পানি। এবার এই তালিকায় নাম লেখাল এক মিউজিক টেক ফার্ম। Spotify ঘোষণা করেছে, পডকাস্ট বিভাগে ২০০ কর্মী ছাঁটাই করেছে সংস্থা।
মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই সোমবার ঘোষণা করেছে, কর্পোরেট রিসাফল বা কোম্পানির পরিকাঠামো পুনর্গঠনের অংশ হিসাবে পডকাস্ট বিভাগ থেকে ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পরিসংখ্যান বলছে এই ছাঁটাই শতাংশের ভিত্তিত কোম্পানির ২ শতাংশ।
Spotify-এর পডকাস্ট বিভাগের প্রধান সাহার এলহাবাশি ঘোষণা করেছেন, কোম্পানি প্রতিটি শো ও নির্মাতার জন্য অপ্টিমাইজ করা এক পদ্ধতির মাধ্যমে সারা বিশ্বের নামকরা পডকাস্টারদের সঙ্গে গাঁটছড়া বাঁধার চেষ্টা চালাচ্ছে। তবে এই কাজ করার জন্য কোম্পানির অনেককেই মানিয়ে নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিকে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। গত কয়েক মাস ধরে সিনিয়র নেতৃত্ব এই পরবর্তী অধ্যায়ের জন্য সবাইকে প্রস্তুত করছে।
ইতিমধ্যেই যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের এইচআর থেকে ইমেল পাঠানো হয়েছে। সংস্থা জানিয়েছে, চাকরি গেলেও কোম্পানি ছাঁটাই কর্মীর বর্ধিত স্বাস্থ্যপরিষেবা কভারেজ ও আউটপ্লেসমেন্ট সাপোর্টের জন্য ভাল প্যাকেজ দিয়ে সাহায্য় করবে কোম্পানি। সংস্থা জানিয়েছে, পরবর্তী পর্যায়ে কোম্পানি Parcast অ্যান্ড Gimlet কে নতুন করে Spotify Studios অপারেশনে একত্রিত করবে যারা বিস্তৃত মূল শো তৈরি করবে।
আপাতত জুলি ম্যাকনামারা, ভিপি, গ্লোবাল পডকাস্ট স্টুডিওর প্রধান স্পটিফাই স্টুডিওর দেখাশোনা করবেন। লিলিয়ানা কিম লিজ গেটলির পাশাপাশি স্পটিফাই স্টুডিওর বর্তমান বিষয়বস্তুর দায়িত্বে থাকবেন, যিনি ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হবেন। কোম্পানির সাম্প্রতিক অতীত বলছে, চলতি বছরের জানুয়ারিতে Spotify বিশ্বব্যাপী তার কর্মশক্তির ৬ শতাংশ বা প্রায় ৬০০ কর্মী কমিয়েছে।
সুইডিশ মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে ৫১৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর (MAUs) সংখ্যা অতিক্রম করেছে। যা গত ত্রৈমাসিকে ৪৮৯ MAUs থেকে ২২ শতাংশ (বার্ষিক ভিত্তিক) বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে সবার জন্য খুলে দেওয়ার পর এটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী প্রথম ত্রৈমাসিক।
Layoff News: প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কোম্পানি বড় ছাঁটাই করতে পারে। যাতে কাজ হারাবেন হাজার হাজার কর্মী।
Rolls-Royce Layoffs: কত হাজার কর্মীর চাকরি যাবে
টাইমস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও উন্নত করতেই এই ছাঁটাই করা হবে।
আরও পড়ুন: LIC Policy: ৪৫ টাকা দিয়ে ২৫ লাখের তহবিল, এলআইসি এনেছে এই পলিসি