Sensex Today: সকাল থেকেই বাজারে খুব একটা গতি নেই সপ্তাহের শুরুতে। সোমবার ফ্ল্যাট ট্রেডিং দিয়ে শুরু হল। তারপরই ধীরে ধীরে রেড জোনে (Stock Market Crash) চলে গেল বাজার। সেনসেক্স এবং নিফটি দুটি সূচকেই বিরাট পতন ! কোনও গতি নেই আজকের বাজারে। বিনিয়োগকারীরা কী করবেন ?
বাজার খুলতেই সেনসেক্সে (Sensex Today) ১১.০৩ পয়েন্ট এবং নিফটি সূচকে ৮.৫ পয়েন্ট পতন লক্ষ্য করা যায়। আর তারপর সূচক আরও পড়তে শুরু করে। ১২টার পর সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে। এখন সেনসেক্স দাঁড়িয়ে ৭১২৩১-এর স্তরে। অন্যদিকে নিফটি এখন ১১৪ পয়েন্ট পড়ে (Stock Market Crash) দাঁড়িয়ে আছে ২১৬৬৮-এর স্তরে। এছাড়া নিফটি ব্যাঙ্ক ৫৯৮ পয়েন্ট পড়েছে আজকের বাজারে। দুপুর ১২টা পর্যন্ত নিফটি মিডক্যাপও ১.৮২ শতাংশ কমে গিয়েছিল।
বড়-বড় সরকারি-বেসরকারি ব্যাঙ্কের শেয়ার (Sensex Today) কেনার কারণে বিগত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবারের বাজারে শেষের দিকে উত্থান দেখা গেছে। আর সেই জন্য সেনসেক্স ১৬৭ পয়েন্টের লাফ দিয়ে ৭১,৫৯৫ পয়েন্টে বন্ধ হয়েছে। পিছিয়ে ছিল না নিফটি ৫০-ও। ৬৪ পয়েন্টের লাফ দিয়ে ২১,৭৮২ পয়েন্টে দৌড় থামিয়েছিল এই সূচক। বাজার বিশেষজ্ঞদের অনুমান ছিল সোমবারের বাজারে এই গতি অব্যাহত থাকবে। কিন্তু দেখা গেল উলটো ঘটনা। বাজার খুলতেই পতন সূচকে।
এখনও পর্যন্ত বাজারে আইটি সেক্টরের (IT Stocks) স্টকগুলি গতি দেখিয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্কে (PSU Bank) পতন এবং আইটি সূচক গতি দেখাচ্ছে আজকের বাজারে। প্রায় ১ শতাংশ বেড়েছে আইটি সূচক। তবে বাজারে ভোলাটিলিটিও বেড়েছে অনেকটাই। ইন্ডিয়া ভিক্সের সূচক আজ ৫ শতাংশ লাফ দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বাজার এখন খানিক অনিশ্চিত, ভোলাটিলিটি বেশি থাকবে।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম S&P 500 সূচক ৫০০০ পয়েন্টের উপরে বন্ধ হয়েছে। এর ফলে বাজার যে ফের বুলিশ হতে পারে, সেই সম্ভাবনা ক্রমেই দৃঢ় হচ্ছে। তবে দশ বছরের বন্ডের হার ৪.১৭ শতাংশ যা বেয়ারিশ করতে পারে বাজারকে। বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের বিক্রির দৃষ্টান্ত দেখাতে পারে এই সময়, এই আশঙ্কাও রয়েছে।
এখনও পর্যন্ত গতি কোন স্টকে
মিড-মার্কেটে সোমবার গতি দেখাচ্ছে উইপ্রোর স্টক। এদিন এই শেয়ার ৩.৮০ শতাংশ বেড়েছে।
পতন বেশি কোন স্টকে ?
এদিনের বাজারে ৪.৬৩ শতাংশ পড়ে গিয়েছে হিরো মোটোকর্পের শেয়ারের দাম।
কোন সেক্টর ভাল পারফর্ম করছে
এদিনের বাজারে আইটি সেক্টর বেশ ভাল পারফর্ম করছে। নিফটি আইটি এদিন ১.২৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: Multibagger Share: ৪ বছরে ৫২০০ শতাংশ রিটার্ন ! আপনার ১০ হাজারকে ৫ লাখ বানাত এই শেয়ার