Share Market Update: শেয়ার বাজারে পতন জারি। বৃহস্পতিতে দিশা দেখাচ্ছে না দালাল স্ট্রিট। বেশিরভাগ ক্ষেত্রেই প্রফিট বুকিংয়ে জোর দিচ্ছেন বিনিয়োগকারীরা। সেই কারণে এদিনও লালে খুলল নিফটি, সেনসেক্সের সূচক।
Stock Market Opening: দুর্বল শুরু বাজারে
দুর্বলতা দিয়ে আজ শুরু করেছে বাজার। বাজার খোলার সাথে সাথেই সেনসেক্স 200 পয়েন্ট নেমে 55,000 এর কাছাকাছি চলে আসে। নিফটিও 16500 এর নিচে নেমে যায়। ফলে প্রথমে আধ ঘণ্টায় ট্রেড নিতে চিন্তায় পড়ে যায় বিনিয়োগকারীরা।
Share Market Update: আজ বাজারের গতিপ্রকৃতি
আজ বাজারের শুরুতে সেনসেক্স ফ্ল্যাট খুলেছে। নিফটি 40 পয়েন্টেরও বেশি নিচে যাত্রা শুরু করেছে। বাজার খোলার সময় সেনসেক্স 1.27 পয়েন্ট কমে 55,382.44 এ লেনদেন করেছে। 41.10 পয়েন্ট বা 0.25 শতাংশের পতনের পর নিফটি 16,481.65 পয়েন্টে লেনদেন শুরু করেছে।
এমনিতেই বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। আমেরিকার বাজার ডাও জোন্সেও রয়েছে অস্থিরতা। সেখানে ন্যাসড্যাক প্রায়শই ভাল গতি দেখিয়ে উল্টো পথে হাঁটছে। সেখান থেকে দেখতে গেলে ভারতের বাজার ফের সাইডওয়াইজ হাঁটতে শুরু করেছে। এদিনও ১৬৫০০-র নিচে চলে যায় নিফটি। চিনে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও সেভাবে সাড়া দিচ্ছে না মেটাল স্টক। ফলে টাটা স্টিল, ন্যাশনাল অ্যালুমুনিয়াম, জেডব্লিউএস স্টিল ছাড়াও হিন্দুস্থান কপার খুব একটা আশাপ্রদ চমক দেখাচ্ছে না। ফলে অনেকটাই ধীর গতিতে চলছে মেটাল ইনডেক্স। বিশেষ করে রফতানিতে বেশি শুল্ক আরোপ করার পর থেকেই পতন শুরু হয়েছে এইসব মেটাল স্টকগুলিতে। গত সপ্তাহে কিছুটা সবুজে এগোলেও ফের নিচে যাচ্ছে মেটাল ইনডেক্স।
তবে তলানিতে যাওয়ার পর অনেকটাই উঠে এসেছে নিফটি আইটি ইনডেক্স। সেই ক্ষেত্রে ভাল ফল করছে ইনফোসিস, টাটাএলেক্সির মতো নাম করা স্টকগুলি। পিছিয়ে থাকছে না টানলা প্লাটফর্ম ছাড়াও পারসিসস্টেন্টের মতো আগ্রাসী স্টকগুলি।
আরও পড়ুন : Railway Luggage: ট্রেনে এই ওজনের বেশি লাগেজ থাকলেই 'অতিরিক্ত ভাড়া', নতুন নিয়ম করল রেল