Tilak Mehta: মাত্র ১৩ বছর বয়সেই নিজের ব্যবসা শুরু, তারপর ১৮ বছরের মধ্যেই ১০০ কোটির সংস্থার মালিক। ভারতের কনিষ্ঠতম উদ্যোগপতি (Success Story) তিনিই। ভারতে একের পর এক স্টার্ট আপের ঢেউ আসছে, আর চিন বা আমেরিকার মত উন্নত দেশে যেখানে উদ্যোগপতিদের গড় বয়স ২৯ বছর, সেখানে মাত্র ১৮ বছরেই ১০০ কোটির (Tilak Mehta) সংস্থার মালিক হয়েছেন তিলক। তিলক মেহতা। 'পেপার অ্যান্ড পার্সেল' সংস্থার মালিক তিলক মেহতা এখন ভারতের সকলের চর্চার কেন্দ্রে।


২০১৮ সালে তিলক মেহতা তাঁর নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেন 'পেপার অ্যান্ড পার্সেল'। ২০০৬ সালে ঔরঙ্গাবাদে জন্ম হয় তিলক মেহতার। তাঁর বাবার নাম বিশাল মেহতা এবং মায়ের নাম কাজল মেহতা। খুব ছোট বয়স থেকেই সৃষ্টিশীল চিন্তাভাবনা ছিল তিলকের। অষ্টম শ্রেণিতে পড়ার সময়েই তিনি নিজের সংস্থা গড়ে তোলেন। নাম দেন 'পেপার অ্যান্ড পার্সেল' (Paper and Parcel)। সূত্র অনুসারে, ২০২৩ সালে তিলক পড়তেন দশম শ্রেণিতে। মহারাষ্ট্রের গুরুকুল অলিম্পিয়াড স্কুলে পড়াশোনা করছেন তিলক।


'পেপার অ্যান্ড পার্সেল' চালু হয়েছিল মূলত মানুষের প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য, একেবারে হাইপারলোকাল ডেলিভারি দেওয়ার জন্য। মহারাষ্ট্রে খাবার ডেলিভারির ক্ষেত্রে সেই সময় ডাব্বাওয়ালাদের একটা বিরাট জায়গা ছিল। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন এই ডাব্বাওয়ালারা। আর একই দামে মোবাইল অ্যাপের মাধ্যমে এই খাবার ডেলিভারি শুরু করেন তিলক মেহতা। সংস্থার কেন্দ্রীয় অফিস ছিল দাদরে। রাজ্যের ট্রেন ব্যবস্থার সাহায্যে খুব সহজেই এই খাবার ডেলিভারি দিয়ে থাকেন তিলক। ওজন অনুযায়ী ৪০ থেকে ১৮০ টাকা প্রতি ডাব্বাতে ধার্য করা হয় এবং এই ডেলিভারি দিয়ে মাসে হাজার দশেক টাকা যাতে ডাব্বাওয়ালারা পান, সেই উপার্জন নিশ্চিত করেছেন তিলক মেহতা।


সূত্র অনুযায়ী পেপার অ্যান্ড পার্সেল সংস্থায় ২০০ জন সরাসরি কর্মী আছেন, আর আছেন ৩০০ জন ডাব্বাওয়ালা। আর এদের সাহায্যেই দিনে ১২০০ ডেলিভারি দেন তিলক। বর্তমানে তাঁর এই সংস্থার মূল্য ১০০ কোটি টাকা। তিলক মেহতার এখন মোট ব্যক্তিগত সম্পদের মূল্য ৬৫ কোটি টাকা, সূত্র বলছে বছরে ২ কোটি টাকা আয় করেন তিলক মেহতা। ভারতের কনিষ্ঠতম উদ্যোগপতি হিসেবে উজ্জ্বল নাম এখন তিলক মেহতার।  


আরও পড়ুন: SAIL Recruitment 2024: ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করতে চলেছে SAIL, দেখা হবে GATE 2024- এর স্কোর


Education Loan Information:

Calculate Education Loan EMI