Swiggy 2022: কর্মীদের জন্য সুখবর নিয়ে এল অনলাইন ডেলিভারি প্লাটফর্ম সুইগি (Swiggy)। এবার থেকে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় বাইরেও কাজ করতে পারবেন কর্মীরা। এক কথায়, কোম্পানির কাজের সময়ের বাইরে কাজ করলে বাধা দেবে না সুইগি।


Swiggy New Policy: অতিরিক্ত উপার্জনের সুযোগ
সম্প্রতি কর্মীদের জন্য 'মুনলাইটিং পলিসি' নিয়েছে সুইগি। যেখানে বলা হয়েছে, কাজের সময়ের বাইরে কেউ অন্য কোথাও কাজ করলে দেখতে যাবে না কোম্পানি। সেই ক্ষেত্রে ছুটির দিনেও যেকোনও জায়গায় কাজ করতে পারেন কর্মীরা। এতে কোম্পানির কোনও স্বার্থে আঘাত লাগবে না। বরং কর্মীরা কোম্পানির বাইরে কাজ করে অতিরিক্ত উপার্জন করতে পারবেন।


Swiggy 2022: কী বলছে কোম্পানি ?
কোম্পানির এই নতুন নীতির বিষয়ে ইতিমধ্যেই খোলসা করেছে সুইগি। কোম্পানির হিউম্যান রিসোর্সের প্রধান গিরিশ মেনন বলেছেন, ''বরাবরই কর্মীদের ইচ্ছেকে সম্মান জানিয়েছে সুইগি। এবারও তাদের সুবিধার্থে নতুন নীতি এনেছে কোম্পানি। কর্মীরা আমাদের সঙ্গে ফুল টাইম কাজের বাইরে কোনও কোজ করলে কোম্পানির কোনও সমস্যা হওয়ার কথা নয়। এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ক্লাস 'পিওপলস ফার্স্ট' প্রতিষ্ঠান হতে পারব।''      


Swiggy New Policy: কারা পাবেন এই সুবিধা ?
সুইগি ছাড়াও এর অধীনস্থ প্রতিষ্ঠান, গ্রুপ কোম্পানির সব ফুল টাইম কর্মীদের জন্য দেওয়া হচ্ছে এই সুবিধা। তবে এই প্রথম সুইগি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়। গত সপ্তাহেই কোম্পানি স্থায়ীভাবে যেকোনও জায়গা থেকে কাজের সুবিধা দিয়েছে কর্মীদের। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'Permanent work-from-anywhere policy' । সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্মের নিরিখে দেশের শীর্ষ স্থানীয় কোম্পানির মধ্যে রয়েছে সুইগির নাম। যেখানে লক্ষ লক্ষ্ খাবারের অর্ডার হয় মিনিটে। প্রতিযোগী কোম্পানির সঙ্গে লড়াইয়ে অনেক অফার দিয়ে থাকে কোম্পানি। যাতে আদতে ঘরে বসে কম দামে খাবার অর্ডার করতে পারনে ভোজনরসিকরা।


আরও পড়ুন : Upcoming Royal Enfield Bike: ৫ অগাস্ট প্রকাশ্যে আসবে রয়্যাল এনফিল্ডের হান্টার, দাম কত হতে পারে ?