নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। অবশেষে লঞ্চ হল টাটার মাইক্রো এসইভি পাঞ্চ (Tata Punch)। গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৫.৪৯ লক্ষ টাকা। বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে। অন রোড প্রাইসের ক্ষেত্রে আরও বাড়বে গাড়ির দাম। ভারতে Maruti Ignis, Mahindra KUV100,Nissan Magnite Renault Kiger-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই গাড়ির।
Tata Punch ইঞ্জিন ও মাইলেজ- ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে টাটার এই মাইক্রো এসইউভিতে। অ্টোমেটিক ও ম্যানুয়াল দুই ট্রান্সমিশনের ক্ষেত্রেই দেওয়া হয়েছে এই ইঞ্জিন। কোম্পানির দাবি, এক লিটারে ১৮.৯৭ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। তবে অটোমেটিকের ক্ষেত্রে সামান্য কমবে মাইলেজ। সেই ক্ষেত্রে ১৮.৮২ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করছে কোম্পানি।
কমপ্যাক্ট সাইজের মধ্যে বহু সুরক্ষার ফিচার
মাইক্রো এসইভি গাড়ি হলেও যাত্রী সুরক্ষার দিকে থেকে অনেককেই পিছনে ফেলে দেবে Tata Punch। এই গাড়িতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল মোড ছাড়াও এবিএস, ইবিডি। ১৮৭ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। টাটার ALFA-ARC আর্কিটেকচারে তৈরি হয়েছে এই এসইউভি।
Global NCAP-এ ৫ স্টার রেটিং
যাত্রী সুরক্ষার পরীক্ষায় ৫ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ(Tata Punch। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার মাইক্রো এসইউভি গাড়ি। এর আগে টাটার (Tata Nexon) এসইউভি নেক্সন(Global NCAP)-এ ৫ স্টার রেটিং পেয়েছিল। ২০১৮ সালে এসেছিল এই রেটিং। ২০২০ সালেও গাড়ির সুরক্ষায় ৫ স্টার রেটিং পায় টাটার হ্যাচব্যাক Altroz। এবার সেই তালিকায় নাম লেখাল Tata Punch SUV। পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং।
চারটে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টাটা- Pure, Adventure, Accomplished ও Creative এই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। যার মধ্যে টাটা পাঞ্চ 'পিওর'-এ থাকবে ১৫ ইঞ্চির হুইল ও দুটো এয়ারব্যাগ।Adventure রয়েছে স্টিয়ারিংয়ের মধ্যে নিয়ন্ত্রণের সুবিধা। সামনের ও পিছনের দিকে থাকছে পাওয়ার উইনডো। পাশাপাশি এই ভ্যারিয়েন্টে থাকছে রিমোট লকিং সিস্টেম।
কোন ভ্যারিয়েন্টের কী দাম ?- টাটা পাঞ্চের Pure ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫.৪৯ লক্ষ টাকা। এই মডেল কেবল ম্যানুয়াল ভার্সনেই পাওয়া যাবে। এর কোনও অটোমেটিক ট্রান্সমিশন নেই। ম্যানুয়ালে ৬.৩৯ লক্ষ টাকায় পাওয়া যাবে এর Adventure ভ্যারিয়েন্ট। যার অটোমেটিক মডেল পেতে ৬.৯৯ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে।Accomplished মডেলের ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের দাম রাখা হয়েছে যথাক্রমে ৭,২৯ লক্ষ ও ৭.৮৯লক্ষ টাকা। শেষ ভ্যরিয়েন্ট হিসাবে রয়েছে Creative ভার্সন। যার ম্যানুয়ালের দাম ৮.৪৯ লক্ষ টাকা। এর অটোমেটিক ভ্যারিয়েন্ট নিতে ক্রেতাকে ৯.০৯ লক্ষ টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি
আরও পড়ুন :Top 10 safest cars in India-র তালিকায় একই কোম্পানির ৬টি গাড়ি, কারা আছে লিস্টে ?