নয়াদিল্লি: নিজের সাহসের পরিচয় ঠিক কখন পাওয়া যায়? যখন নিজেরাই নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলি। এমনটাই মত বলিউড অভিনেতা অনুপম খেরের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একটি ভিডিও।


ভিডিওয় দেখা যাচ্ছে যে, বেশ খাড়াই সিঁড়ি বেয়ে উঠছেন অভিনেতা। সেই সঙ্গে বলছেন রাস্তা বেশ কঠিন, অনেক উঁচু, উঠতে কষ্ট হলেও সাধারণ মানুষ প্রত্যেকদিন জীবিকা অর্জনের জন্য এতটা রাস্তা অতিক্রম করেন, কষ্ট করেন। 


 






ভিডিওটি পোস্ট করে বেশ অনুপ্রেরণামূলক একটি ক্যাপশনও লেখেন অভিনেতা। তিনি লেখেন, 'সাধারণত নিজের সাহসের আন্দাজ তখনই করা যায় যখন আমরা নিজেদের মুশকিল অবস্থায় ফেলি। সূরজ বরজাতিয়ার 'উঁচাই' ছবির নেপালে শ্যুটিং থেকে উপলব্ধি করলাম যে একটু হাসতে হাসতে কাজ করলে রাস্তা মসৃণ হয়। মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। কিন্তু উদ্দেশ্য জোরদার। জয় হো!'


আরও পড়ুন: 'মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টর'-এর তালিকার শীর্ষে রশ্মিকা মান্দানা, পিছনে ফেললেন বিজয়-সামান্থাকে


আরও পড়ুন: করোনাকালে প্রথমবার ৫০০ ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে শ্যুটিং রণবীরের, উল্লেখ রিপোর্টে


আরও পড়ুন: Aryan Khan Drug Case: 'বিচার ব্যবস্থার সংশোধন প্রয়োজন', আরিয়ান খানের সমর্থনে মুখ খুললেন পূজা বেদী


আরও পড়ুন: 23 Years Of Kuch Kuch Hota Hai: 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ২৩ বছর পূর্তি, কাজলের লুক নিয়ে মজার গল্প মণীশ মলহোত্রর


ভিডিও করতে করতে অভিনেতা না কি পড়েও যাচ্ছিলেন পা পিছলে। হাসতে হাসতে নিজেই ভিডিওয় জানান সেই কথা। আর অভিনেতার কাণ্ড দেখে হেসে চলেছে দুই শেরপা। তাঁদের কীর্তিও মজার ছলে, হাসিমুখে ক্যামেরাবন্দি করতে ভোলেননি অনুপম খের।


আরও পড়ুন: Nora Fatehi Update: জড়িত নন, আর্থিক তছরুপ মামলার 'শিকার'; বিবৃতি জারি নোরা ফতেহির মুখপাত্রের