Tata Consultancy Services: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে (Information Technology) ছাঁটাইয়ের মধ্যেই সুখবর দিল ভারতের আইটি জায়ান্ট TCS। কোম্পানি নিচ্ছে এই উদ্যোগ। সুবিধা পাবেন কারা ?
Tata Consultancy Services: কী সুখবর দিয়েছে কোম্পানি
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) নিয়োগের বিষয়ে তার পরিকল্পনা স্পষ্ট করেছে। কোম্পানির সিইও কে কৃত্তিবাসন জানিয়েছেন, কোম্পানির আরও লোক লাগবে। তাই এ বছরও আইটি কোম্পানি অনেক চাকরি দেবে। আইটি সেক্টরের জায়ান্টের এই অবস্থানে আইটি খাতে চাকরির বাজারে বিশ্বব্যাপী আশার আলো দেখতে পাচ্ছেন অনেকেই।
Tata Consultancy Services: তথ্যপ্রযুক্তি খাতে চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে
টিসিএসের সিইও কৃত্তিবাসন ন্যাসকম প্রোগ্রামে বলেছেন, সংস্থা নিয়োগ কমানোর পরিকল্পনা করছে না। এখন কোম্পানির লক্ষ্য হল, যতটা সম্ভব কর্মীদের প্রয়োজন অনুযায়ী নিয়োগ করা। তথ্যপ্রযুক্তি খাতে চাহিদা বৃদ্ধির প্রত্যাশা রয়েছে, পাশাপাশি অর্থনীতিতে উন্নতি হচ্ছে। এতে আইটি সেক্টরের জন্যও আশার আলো দেখা যাচ্ছে । কাজ বাড়লে মানুষের চাহিদাও বাড়বে। এমতাবস্থায় চাকরি কমানোর পরিবর্তে আরও বেশি নতুন চাকরি দিতে প্রস্তুত প্রতিষ্ঠান। এর আগেও অনেক চাকরি দিয়েছে কোম্পানি। এটা সম্ভব যে চাকরি দেওয়ার সময় পরিবর্তন হতে পারে তবে নিয়োগ অব্যাহত থাকবে।
Tata Consultancy Services: প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে দূরে থাকছে
TCS দেশের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি। রাজস্ব, মুনাফা ও কর্মশক্তির দিক থেকেও এটি এক নম্বরে। সারা বিশ্বে কোম্পানিতে 6 লাখেরও বেশি কর্মী কাজ করে। টিসিএস সিইও কৃত্তিবাসনের এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন প্রতিটি সেক্টর থেকে ছাঁটাইয়ের খবর আসছে। নতুন চাকরির ক্ষেত্রেও বাজারে সেরকম সাড়া নেই। কয়েকটি সাংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েকটি কোম্পানি এ বছর ক্যাম্পাস প্লেসমেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
Tata Consultancy Services: তথ্যপ্রযুক্তি শিল্পে ৬০ হাজার চাকরি পাওয়া গেছে
সফ্টওয়্যার শিল্প সংস্থা NASSCOM সম্প্রতি জানিয়েছে, 2023-24 আর্থিক বছরে আইটি সেক্টরে প্রায় 60 হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। এই সংখ্যা 2022-23 আর্থিক বছরের তুলনায় অনেক কম। বর্তমানে প্রায় 5.43 লাখ মানুষ আইটি শিল্পে কাজ করছেন। কৃত্তিবাসন বলেন, টিসিএস-এ ২ লাখেরও বেশি মহিলা কর্মী রয়েছেন। এই সংখ্যা কোম্পানির মোট কর্মীর 35.7 শতাংশ।
SEBI Using AI: ঠগ ধরতে এআই ব্যবহার, এবার শেয়ার বাজারে কঠোর ব্যবস্থা নিচ্ছে সেবি, কারা পড়বে বিপদে ?