Elon Musk Plan for India: আমেরিকায় গিয়ে এলন মাস্কের সঙ্গে মোদির সাক্ষাতের পরেই কোন এক মন্ত্রবলে ভারতে কর্মী নিয়োগ শুরু করে দিল টেসলা। সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই বড় ঘোষণা এলন মাস্কের। প্রাথমিক পর্যায়েই (Tesla Recruitment) টেসলা ভারতের জন্য ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। ইঞ্জিনিয়ারিং, সেলস বা অপারেশনে অভিজ্ঞতা (Tesla Plan) থেকে থাকলে আপনিও বিশ্বের বৃহত্তম সংস্থার অংশ হতে পারবেন বলেই জানিয়েছেন এলন মাস্ক। ভারতে বড় মাপের উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে ব্যাটারি উৎপাদনকারী (Elon Musk) সংস্থা টেসলা পাওয়ার। এই সংস্থা ভারতে তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। সোমবার টেসলার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
টেসলা ভারতে পুরনো ব্যাটারির ব্র্যান্ড রিস্টোর করে করেছে, টেসলা পাওয়ার ইন্ডিয়াও সম্প্রতি পুরনো ব্যাটারি মেরামত এবং বিক্রি করার জন্য তার ব্যাটারি ব্র্যান্ড রিস্টোর করেছে। এটি ২০২৬ সালের মধ্যে সারা দেশে রিস্টোর ব্র্যান্ডের ৫০০০ স্টোর খোলার পরিকল্পনা রয়েছে টেসলার।
টেসলা পাওয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাবিন্দর খুরানা জানিয়েছেন যে, 'আমরা ভারতে আমাদের ব্যবসা চালিয়ে যাচ্ছি এবং তা সম্প্রসারণের চেষ্টা করছি। নানারকম উদ্ভাবনের মাধ্যমে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিভাবান ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিই। আমরা আমাদের টিমে সবসময় নতুন প্রতিভাকে স্বাগত জানাতে চাই। আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে তাদের অবদানগুলিকে কাজে লাগাতে পেরে আমরা যারপরনাই খুশি।'
লিঙ্কডইনে কর্মী নিয়োগের পোস্টও দিয়েছে এই সংস্থা। মোট ১৩টি বিভিন্ন পদে হবে এই নিয়োগ। সার্ভিস টেকনিশিয়ান, অ্যাডভাইজরি পদের জন্য মুম্বই ও দিল্লিতে নিয়োগ হবে এবং কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্ট পদের জন্য নিয়োগ করা হবে মুম্বইতে।
বাজারে গতি দেবে টেসলা
ভারতের বাজারে ধীরে ধীরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বেড়ে চলেছে। টেসলার সম্প্রসারণের ফলে এই বাজার আরও দ্রুত ত্বরান্বিত হবে। ফলে এ থেকে অনুমান করা যায় যে গত বছর ১৫ লক্ষেরও বেশি বৈদ্যুতিন গাড়ি বিক্রি হয়েছিল। টাটা গ্রুপও ব্যাটারি ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ করেছে। এমন পরিস্থিতিতে ব্যাটারি শিল্পের জন্য আগামি সময়গুলি আরও ভাল হবে বলেই মনে করা হচ্ছে।