Adani Group: দেশে স্কুল তৈরির লক্ষ্যে ২ হাজার কোটি অনুদান গৌতম আদানির, প্রান্তিক গোষ্ঠীর ছেলে-মেয়েরা পাবে প্রাধান্য

Gautam Adani: সম্প্রতি একটি বিবৃতিতে আদানি গ্রুপ জানিয়েছে 'দেশে স্কুল স্থাপনের জন্য আদানি ফাউন্ডেশন GEMS এডুকেশনের সঙ্গে অংশীদারিত্ব করবে আর এর মাধ্যমেই ২০টি স্কুল নির্মিত হবে ভারতে।

Continues below advertisement

Gautam Adani: গৌতম আদানি নেতৃত্বে আদানি গ্রুপ এখন সারা দেশে কমপক্ষে ২০টি স্কুল তৈরি করবে এবং এর জন্য ২ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন গৌতম আদানি (Gautam Adani)। কয়েকদিন আগেই তার ছোট ছেলে জিৎ আদানি এবং দিভা শাহের বিবাহ আয়োজিত হল। আর সেই বিবাহ উপলক্ষ্যেই সামাজিক কল্যাণের (Adani Group) জন্য ১০ হাজার কোটি টাকা অনুদান দিয়েছিলেন আদানি। এর মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ২ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল।

Continues below advertisement

বিশ্বমানের শিক্ষার বিস্তার ঘটানোর লক্ষ্য

ফোর্বসের মতে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির পরেই দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ ধনকুবের হলেন গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ এখন ৫৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি একটি বিবৃতিতে আদানি গ্রুপ জানিয়েছে 'দেশে স্কুল স্থাপনের জন্য আদানি ফাউন্ডেশন GEMS এডুকেশনের সঙ্গে অংশীদারিত্ব করবে এবং এই সংস্থা বেসরকারি কে-১২ শিক্ষার জগতে নেতৃত্ব দিয়ে আসছে বহুদিন ধরে। আদানি গ্রুপের কাছ থেকে ২০০০ কোটি টাকা অনুদানের সঙ্গে সঙ্গে এই অংশীদারিত্বের ফলে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার পরিকাঠামো সমাজের সকল স্তরের মানুষের জন্য উপলব্ধ করে তুলবে আদানি গ্রুপ।'

লখনউতে তৈরি হবে প্রথম স্কুল

এই বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশে প্রথম আদানি জিইএমএস স্কুল অফ এক্সিলেন্স নির্মিত হবে লখনউতে। কে-১২ বিভাগে এরকম কমপক্ষে ২০টি স্কুল ভারতের মহানগরগুলিতে এবং পরে টায়ার ২ ও টায়ার ৪ শহরে তৈরি হবে। প্রাথমিকভাবে দেশের মহানগরগুলিতে তৈরি হবে এই স্কুল। এই সমস্ত স্কুলগুলিতে সকলেই বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষার অধীনে আসবে বহু পড়ুয়া।

বাংলাদেশ আদানির কাছ থেকে ফের বিদ্যুৎ সরবরাহ চালু করার অনুরোধ রেখেছিল। বকেয়া টাকা দিতে দেরি হওয়ার কারণে ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। বৈদেশিক মুদ্রায় ঘাটতির কারণে বাংলাদেশ তখন পেমেন্ট দিতে দেরি করেছিল। এর ফলে ১ নভেম্বরে প্ল্যান্টের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে শীতে বিদ্যুতের চাহিদা ও টাকা দিতে না পেরে বাংলাদেশ শুধুমাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে। তবে আদানি পাওয়ার জানিয়েছে যে বিদ্যুতের দামে কোনো ছাড় দেওয়া যাবে না। 

আরও পড়ুন: Gold Investment: ২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola