Mutual Fund: বিগত বেশ কিছু সময়ে স্মলক্যাপ স্টকগুলিতে বিপুল রিটার্ন পাওয়া গিয়েছে। কম সময়ের ব্যবধানে ৫ বছর বা ৩ বছরের মধ্যেই কিছু কিছু স্টকে এসেছে মাল্টিব্যাগার রিটার্ন। তবে সম্প্রতি সেবির সতর্কবার্তার পরে বিরাট ধস দেখা গিয়েছে স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকে। বিগত ৫ বছরের হিসেব দেখলে কিছু কিছু মিউচুয়াল ফান্ডে স্মলক্যাপ বিভাগে (Small Cap Funds) ২৫ শতাংশেরও বেশি রিটার্ন মিলেছে। অনেকেই মনে করেন স্মলক্যাপ ফান্ডে ঝুঁকির পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভাল সম্ভাবনা আছে। কোন কোন ফান্ডে এসেছে এমন মোটা রিটার্ন ?
৫ বছরের মেয়াদে ২৫ শতাংশেরও বেশি রিটার্ন এসেছে ৫টি স্মলক্যাপ মিউচুয়াল ফান্ডে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভাল মুনাফা দিয়েছে এই ফান্ডগুলি।
Bank of India Small Cap Fund
৫ বছরের মধ্যে সবথেকে ভাল রিটার্ন (Small Cap Funds) এনে দিয়েছে এই মিউচুয়াল ফান্ডটি। তালিকার একেবারে শীর্ষে আছে এর নাম। ৫ বছরে এই ফান্ডে বিনিয়োগে রিটার্ন এসেছে ৩০.৮১ শতাংশ। অর্থাৎ আপনি যদি ৫ বছর আগে ১ লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করতেন এককালীন, তাহলে আজকের দিনে আপনার কাছে থাকত ১,৩০,৮১০ টাকা।
Edelweiss Small Cap Fund
মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় এই ফান্ড (Small Cap Funds) হাউজটি অত্যন্ত জনপ্রিয় এবং বিনিয়োগকারীদের কাছে প্রত্যাশা রাখে। ৫ বছর ধরে যদি কেউ এই ফান্ডে বিনিয়োগ ধরে রাখতেন তাহলে তিনি ২৯.০৯ শতাংশ রিটার্ন পেতেন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, স্মলক্যাপ ও মিডক্যাপে ধস নামলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই ফান্ডে ভবিষ্যতেও ভাল রিটার্ন আসার সম্ভাবনা আছে।
Canara Rob Small Cap Fund
মোটা রিটার্ন দিয়েছে এমন স্মলক্যাপ স্টকের তালিকার তৃতীয় স্থানে আছে কানারা রোবেকো স্মলক্যাপ ফান্ডের নাম। ৫ বছরের মেয়াদে কানারা রোবেকো ফান্ডে ২৬.৯৩ শতাংশ রিটার্ন এসেছে।
Tata Small Cap Fund
টাটার স্মলক্যাপ ফান্ডেও দিয়েছে মোটা রিটার্ন। যে বিনিয়োগকারীরা এই ফান্ডে ৫ বছরের মেয়াদে বিনিয়োগ ধরে রেখেছেন, তাঁরা ৫ বছরে ২৬.০৮ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার থেকে সোজা ৬ লাখ ! ১০ বছরে বিপুল মুনাফা মিলেছে এই স্টকে