Multibagger Stock: এই স্টকে ৫০ হাজার রাখলে ২ বছরেই পেতেন ২ কোটি টাকা ! দেখেছেন আগে ?
Stocks To Buy: ২ টাকারও কম দামের স্টক এখন ৫০০ টাকায়। আর এভাবেই মাত্র ২ বছরের মধ্যে এই স্টকে ৩৮,৬৫৫ শতাংশ রিটার্ন এসেছে।

Stock Market: শেয়ার বাজারে এখন প্রবল উত্থান-পতনের আবহ চলছে। আর এই আবহের মধ্যেই একটি বিনোদন ইন্ডাস্ট্রির স্টক মাত্র ২ বছরের মেয়াদে কোটিপতি বানিয়েছে বিনিয়োগকারীদের। বম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে (Multibagger Stock) মাত্র এক বছরেই এই স্টকের দাম ১৫,৩৮১ শতাংশ বেড়ে গিয়েছে। আর ২ বছরের হিসেবে এই স্টকে ৩৮৬৫৫ শতাংশ রিটার্ন এসেছে। এই মাল্টিব্যাগার স্টকের নাম শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড, এই সংস্থার (Stocks To Buy) অধীনে চলে স্যাটেলাইট চ্যানেল 'সাব টিভি'।
এর মধ্যে রয়েছে দাবাং, মস্তি, ধামাল, গুজরাত, দিললগি এবং মাইবোলি চ্যানেল। সংস্থার মালিকদের হাতে এই সংস্থার ৫৯.৩৩ শতাংশ স্টেক রয়েছে ২০২৪ সালের ডিসেম্বরের নিরিখে। ২০২৫ সালের ২৬ মার্চ শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশনের স্টকের দাম ২ শতাংশ বেড়ে ৫৮৫ টাকায় আপার সার্কিট দেয়। ২০২৩ সালের ২৪ মার্চ এই স্টকেরই দাম ছিল মাত্র ১.৫১ টাকা। ২ টাকারও কম দামের স্টক এখন ৫০০ টাকায়। আর এভাবেই মাত্র ২ বছরের মধ্যে এই স্টকে ৩৮,৬৫৫ শতাংশ রিটার্ন এসেছে। আজ থেকে ২ বছর আগে এই স্টকে যদি আপনি ২০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে আপনি রিটার্ন পেতেন ৭৭ লক্ষ টাকা। একইভাবে এই স্টকে কেউ ৩০ হাজার টাকা রেখে থাকলে আজ তা হত ১ কোটি টাকা, ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকলে আজ এই স্টক থেকে মুনাফা পেতেন ২ কোটি টাকা। এক মাসের মধ্যেই এই শেয়ারের দাম ২৪ শতাংশ বেড়ে গিয়েছে। আর ২০২৫ সালে এসে এই স্টকের দাম ৬০ শতাংশ বেড়েছে এই তিন মাসেই।
১৯৮৫ সালে শুরু হয়েছিল শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড সংস্থা। আর এটাই ছিল দেশের প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত টেলিভিশন প্রোডাকশন সংস্থা যা ১৯৯৫ সালে নথিভুক্ত হয় শেয়ার বাজারে। গত বছর এই সংস্থার রাজস্ব এসেছিল ১.৫ কোটি টাকা, আর ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার রাজস্ব বেড়ে হয়েছে ২.৩৬ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















