Tiktok Layoffs: ভারতে সব কর্মী ছাঁটাই করল এই কোম্পানি,দেওয়া হবে ৯ মাসের বেতন
Tech Layoffs: বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির ছাঁটাই অভিযানে সংযোজন হল নতুন নাম। এবার ছাঁটাই শুরু করল ছোট ভিডিও অ্যাপ টিকটিক (Tiktok Layoffs)।
Tech Layoffs: বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির ছাঁটাই অভিযানে সংযোজন হল নতুন নাম। এবার ছাঁটাই শুরু করল ছোট ভিডিও অ্যাপ টিকটিক (Tiktok Layoffs)। ভারতে সব কর্মী ছাঁটাই করেছে এই কোম্পানি। একই সঙ্গে ৪০ জনকে 'পিঙ্ক স্লিপ' ধরানো হয়েছে। সম্প্রতি কোম্পানির কর্মীদের কল করার পরেই এই বার্া পাঠানো হয়েছে।
Tiktok Layoffs: ২৮ ফেব্রুয়ারি কোম্পানিতে শেষ দিন
সংস্থা জানিয়েছে, ছাঁটাই করলেও কর্মীদের ৯ মাসের বেতন দেবে কোম্পানি। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, Tik Tok India কর্মীদের জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি তাদের কোম্পানিতে শেষ দিন হবে। এই পরিস্থিতিতে তাঁরা যেন বিকল্প সুযোগের খোঁজ করে।
Tiktok Layoffs In India: কেন কেবল ভারতীয়দের চাকরি গেল ?
নিরাপত্তার কারণে ভারত সরকার ২০২০ সালে TikTok-সহ ৩০০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। তারপরে এটি আর পুনরায় চালু করা হয়নি। সংস্থা জানিয়েছে, দেশে এই অ্যাপ নতুন করে শুরু হবে বলে আশা করা হচ্ছে না। সেই কারণেই ভারতে সব কর্মচারীকে ছাঁটাই করেছে সংস্থা।
Technology News: কর্মীরা কোথায় কাজ করছিলেন?
যেহেতু চিনা অ্যাপটি ভারতে নিষিদ্ধ ছিল, ভারত থেকে বেশিরভাগ কর্মচারী দুবাই ও ব্রাজিলে কাজ করছিলেন। ভারতে Tiktot নিষিদ্ধ হওয়া পর্যন্ত ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল। কোম্পানি আগে ভারতকে তার বৃহত্তম বিদেশি বাজার হিসাবে বিবেচনা করছিল। পরবর্তীকালে টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় ইনস্টাগ্রাম রিল চালু করে।
Tech Layoffs:এই কোম্পানির কর্মীদের ছাঁটাইও করা হয়েছে
বিশ্বব্যাপী মন্দার আশঙ্কায় অনেক বড় কোম্পানি বর্তমানে কর্মী ছাঁটাই করেছে। অ্যামাজন, ফেসবুক, টুইটার, মাইক্রোসফ্ট, গুগলের মতো সংস্থাগুলি ব্যাপক ছাঁটাই ঘোষণা করেছে। মাইক্রোসফট এদের মধ্য়ে সবথেকে বেশি ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।
Disney Layoffs: সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে ডিজনিও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে , খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
Yahoo Layoffs 2023: এবার চাকরি যাবে ১৬০০ কর্মীর, ইয়াহু নিল বড় সিদ্ধান্ত