কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর একের পর এক কাজের মাধ্যমে দর্শকদের মনে প্রত্যাশা তৈরি করেছেন। আর এবার, ফের নতুন কাজ নিয়ে আসতে চলেছেন তিনি। তাঁর একটি কাজ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। সেটি হল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) -কে নিয়ে তাঁর নতুন ওয়েব সিরিজ 'ভোগ'। তবে শোনা যাচ্ছে, আরও একাধিক নতুন কাজ আসতে চলেছে পরমব্রতর। তবে সেই কাজে তিনি পরিচালক হিসেবে থাকবেন নাকি অভিনেতা হিসেবে, সেই হদিশ এখনও পাওয়া যায় নি। 


পরমব্রতের পরিচালনায় 'ভোগ' ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় কাজ করছেন অনির্বাণ। এই গল্পে দেখানো হয়, একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে একেবারে একাকী থাকা এক ব্যক্তির। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ। অভীক সরকারের লেখা একটি জনপ্রিয় অডিও স্টোরিকে এবার পর্দায় নিয়ে আসছেন পরমব্রত। তবে এর আগেও এই গল্প নিয়ে একটি কাজ হয়েছে। রাজর্ষি দে পরিচালিত ‘পুর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ এই গল্পকেই তুলে ধরা হয়েছে।


অন্যদিকে, ইতিমধ্যেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ওয়েব সিরিজে ডেবিউ করেছেন এই 'হইচই' (Hoichoi) -এর হাত ধরেই। তাঁর অভিনীত 'ইন্দুবালা ভাতের হোটেল' মন কেড়েছিল সকলেরই। আর এবার, ফের একবার নতুন চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। তিনি এসভিএফের সঙ্গে কাজ করছেন এই খবর পাকা হলেও, এখনও খোলসা করা হয়নি তিনি ঠিক কোন কাজটি করছেন। তবে এর আগে শোনা গিয়েছিল দেবালয় ভট্টাচার্য্যের নতুন ছবি 'আলেয়ার বাড়ি'-তে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। 


এছাড়াও এবারে এসভিএফের অন্যতম চমক হতে চলেছে 'কাকাবাবু'। 'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য  ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।


আরও পড়ুন: Kakababu: সৃজিতকে ছাড়াই পর্দায় ফিরছে কাকাবাবু, কাস্টিংয়েও হল বড় বদল