নয়াদিল্লি: একেবারে চমকে দেওয়ার মত বিক্রির সংখ্যা। ভারতের দু-চাকা বিক্রির ইতিহাসে নজির গড়ল Ola। প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি করেছে কোম্পানি। ২৪ ঘণ্টায় ভারতে ৬০০কোটি টাকার Ola Electric scooter বিক্রি হয়েছে। এমনই দাবি করেছে ওলা।


কেন পিছিয়ে পড়েছিল Ola Electric scooter ?


কোম্পানির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইটে কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় বিক্রি পিছিয়ে দিতে হয় Ola Electric scooter-এর। যদিও বুধবার থেকে সেল শুরু হয়েছে ভারতের বহু প্রতীক্ষিত এই ইলেকট্রিক স্কুটারের। Ola S1 ও S1 Pro-এর বিক্রি শুরু হতেই একপ্রকার ইতিহাস সৃষ্টি করেছে ওলা। তবে এখন কেবল Ola app-এ স্কুটার কিনতে পারবেন ক্রেতারা। অফলাইনে এই স্কুটার কেনার কোনও সুযোগ দিচ্ছে না কোম্পানি। পুরো কেনার পদ্ধতি শুরু হয়েছে ডিজিটালে। 


কী বলছেন Ola-র কর্ণধার ?


স্কুটার বিক্রির বিষয়ে Ola-র গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল বলেন, ''গতকাল আমরা Ola Electric scooter-এর বিক্রি শুরু করতেই বিপুল সংখ্যায় সেল বাড়তে থাকে। অবিশ্বাস্য সংখ্যায় এই স্কুটার কেনা শুরু করেন ক্রেতারা। এক সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি করেছি আমরা।''


তবে কেবল এই বলেই থেমে থাকেননি ভাবিশ। ব্লগ পোস্টে তিনি লিখেছেন, ''২৪ ঘণ্টায় ৬০০কোটি টাকার স্কুটার বিক্রি করেছি আমরা। পুরো দু-চাকার ইন্ডাস্ট্রিতে একদিনে যা বিক্রি হয়, তা একাই করে দেখিয়েছে ওলা। ইলেকট্রিক গাড়ির দিন শুরু হয়ে গেছে এবার। ভারত এখন  ইলেকট্রিক গাড়ির বাজারের দিকে ছুটছে। মনে রাখতে হবে, আগামী দিনে ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিশ্বের বড় হাব হতে চলেছে আমাদের দেশ  '' 


Ola electric scooter-এর দাম


গত ১৫ অগাস্ট স্কুটারের লঞ্চ করে কোম্পানি। আগে কেবল ৪৯৯ টাকায় ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়। প্রতিটি রাজ্যের FAME সাবসিডির ভিত্তিতে Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম)। পাশাপাশি Ola S1 Pro electric scooter এনেছে কোম্পানি। ১,২৯,৯৯৯ টাকায়(এক্স শোরুম প্রাইস)পাওয়া যাবে এই স্কুটার। কোম্পানি জানিয়েছে, FAME সাবসিডি পায় এমন রাজ্যে স্কুটারের দাম আরও কম হবে। দেশে Ather Energy, Hero Electric, 
Bajaj's Chetak ছাড়াও TVS-এর ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতা হবে ওলার।    


আরও পড়ুন : Uber Corporate Shuttle Service: কলকাতা-সহ সাত শহরে কর্পোরেট শাটল পরিষেবা শুরু করল উবের


আরও পড়ুন : SBI Home Loan : গৃহ ঋণে সুদের হার কমাল SBI, ৬.৭ শতাংশে নিতে পারবেন 'যত খুশি লোন'


আরও পড়ুন : Samsung Galaxy M52 5G-র লঞ্চ ডেট প্রকাশ্যে, কী থাকছে নতুন ফোনে ?


আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass