Govt Scheme: ফ্লাইট দেরি করলে অনেকসময় বিমানবন্দরের লাউঞ্জে সময় কাটান যাত্রীরা। সেই সময় তেষ্টা মেটাতে জল কিংবা খিদে পেলে অল্প কিছু স্ন্যাক্স জাতীয় খাবার অনেকেই খেয়ে থাকেন। এই সময় অনেক বেশি টাকা দিয়ে খাবার কিনতে হয় যাত্রীদের। বেশিরভাগ বিমানবন্দরেই এই ধরনের চা-কফি কিংবা স্ন্যাক্সের আকশছোঁয়া দাম রয়েছে। সমস্ত জিনিসের (Udaan Yatri Cafe) দাম স্বাভাবিকের থেকে ১০ গুণ বেশি থাকে। এভাবে খাওয়া-দাওয়া না করে সিটে ফিরে গিয়ে অনেকেই বসে পড়েন। ভেবে নেন যে বিমান থেকে নেমে কিছু একটা খেয়ে (Govt Scheme) নেবেন। এই সমস্যা এবার আর থাকবে না দেশে। কেন্দ্র সরকার আনছে নতুন পরিষেবা। এবার খরচ বাঁচবে যাত্রীদের। কী পরিষেবা শুরু করতে চলেছে সরকার ?


অল্পমূল্যের খাবারেই ভরবে পেট


এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Udaan Yatri Cafe) পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বিমান উড়ান মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরে চালু হতে চলেছে উড়ান যাত্রী ক্যাফে। এখানে যথাযথ মূল্যে আপনি চা-কফি কংবা স্ন্যাক্স খেতে পারেন। কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই প্রথম এই পরিষেবার উদ্বোধন হবে। এটি একটি পাইলট প্রকল্প বলা চলে। দেশের অন্য সমস্ত বিমানবন্দরেই এই প্রকল্প চালু করা হবে কেন্দ্র সরকারের তরফে। এই ক্যাফেগুলিতে পাওয়া যাবে চা, কফি, স্ন্যাক্স এবং জল। দেশের মোট ১২৫টি বিমানবন্দরে এই ক্যাফে খোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।


বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন এই তথ্য


কলকাতা বিমানবন্দর এই বছর ১০০ বছর পূর্ণ করছে। আর এই উপলক্ষ্যেই শতবর্ষ উদযাপনের লোগো (Udaan Yatri Cafe) লঞ্চ করার সময় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই তথ্য দিয়েছেন। তিনি জানান যে বিমানযাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে বিমানবন্দরে এই উড়ান যাত্রী ক্যাফেতে সাশ্রয়ী মূল্যের খাবারের ব্যবস্থা করা হয়েছে। রামমোহন নাইডু জানিয়েছেন যে ভারতের অ্যাভিয়েশন সেক্টর দ্রুত বাড়ছে, এতে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তেমনি কর্মসংস্থান তৈরিতেও সহায়তা করবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: Zomato: ৮০৩ কোটির বকেয়া জিএসটির নোটিশ জোমাটোকে, সোমে কি পড়বে শেয়ার ?