LPG Gas Cylinder: সারা দেশজুড়ে গৃহস্থালির রান্নার কাজে, রেস্তোরাঁতে রান্নার কাজে এলপিজি গ্যাস সিলিন্ডারই ব্যবহার করেন সাধারণ মানুষ। দেশের আপামর দরিদ্র জনসংখ্যার কথা ভেবে ২০১৬ সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সস্তায় রান্নার গ্যাস (Ujjwala Yojona) দেওয়ার জন্য শুরু করেছিলেন 'উজ্জ্বলা যোজনা'। ২০২৩ সালে সেই প্রকল্পের দ্বিতীয় পর্ব শুরু হয় নতুন করে এবং বলা হয় আগামী ৩ বছর পর্যন্ত চলবে এই 'উজ্জ্বলা ২.০' (Ujjwala Yojona 2.0)। এই প্রকল্পের আওতায় ৩ বছরে ৭৫ লক্ষ মানুষকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। ২০২৪ সালের শুরুতে মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন যে, এই প্রকল্পের (LPG Cylinder) অধীনে দেশের দরিদ্র মা-বোনেরা এবার থেকে ২০০ টাকার বদলে ৩০০ টাকা প্রতি সিলিন্ডার ভর্তুকি পাবেন। কীভাবে এই প্রকল্পের সুবিধে নিতে পারবেন ? কীভাবেই বা আবেদন করবেন ঘরে বসে ?


কীভাবে অনলাইনে উজ্জলা যোজনার জন্য আবেদন করা যায়



  • এই প্রকল্পের আসল নাম PM Ujjwala Scheme। এর সুবিধা নিতে আপনাকে প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট gov.in/ujjwala2.html -এ যেতে হবে।

  • ওয়েবসাইটে ঢুকলেই উপরে দেখা যাবে Apply For New Ujjwala 2.0 Connection ট্যাব।

  • এই ট্যাবে ক্লিক করলে আপনাকে জানতে চাওয়া হবে আপনার কোন সংস্থার এলপিজি কানেকশন রয়েছে। সেই সংস্থার নির্দিষ্ট অপশনে ক্লিক করুন।

  • তারপর একটা নতুন পেজে রি-ডাইরেক্ট হয়ে যাবে যেখানে আপনাকে কিছু শর্ত পড়ে চেক বক্সে টিক ক্লিক করে দিতে হবে এবং ডিস্ট্রিবিউটর নির্বাচন করতে হবে আপনার স্থানীয় এলাকার তথ্য দিয়ে।

  • এখানে রাজ্য, জেলা ইত্যাদি দিয়ে আপনার যে ডিস্ট্রিবিউটর তার নাম খুঁজে সিলেক্ট করতে হবে।

  • এরপরেই একটা বিরাট বড় ফর্ম আসবে সেটা ভালভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা করে Submit বাটনে ক্লিক করতে হবে।

  • এই আবেদনের সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্যও জমা করতে হবে।


মনে রাখতে হবে এই উজ্জ্বলা যোজনার আবেদনের সময় আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং তাঁকে অবশ্যই মহিলা হতে হবে। একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই আবেদন গৃহীত হবে না। উজ্জ্বলা যোজনার অধীনে ইতিমধ্যেই দেশের ৯.৬ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।


কী কী নথি দরকার



  • মোবাইল নম্বর

  • বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট)

  • আধার কার্ড

  • রেশন কার্ড

  • বিপিএল কার্ড

  • পাসপোর্ট সাইজের ছবি

  • বিপিএল তালিকায় আবেদনকারীর নাম আছে, তার প্রমাণ

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য


সমস্ত নথির ফোটোকপি প্রয়োজন অনলাইনে এই প্রকল্পে আবেদনের সময়।


আরও পড়ুন: Petrol Price Today: সপ্তাহের শুরুতেই স্বস্তি ! ৮ শহরে সস্তা হল পেট্রোল, কলকাতায় দাম কমল ?