FM Nirmala Sitharaman: তৃতীয়বার দেশের নেতৃত্বে ফিরে এল মোদি সরকার। এই তৃতীয় পর্যায়ে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget 2024)। আর এই বাজেট সম্ভবত চাকরিজীবীদের জন্য খুশির খবর (Take Home Salary) নিয়ে আসতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। আগামী সপ্তাহেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে মনে করা হচ্ছে চাকরিজীবীদের টেক হোম বেতন বাড়ানোর ব্যাপারে আলোচনা হতে পারে।


আয়কর স্ল্যাবে বদল


একটি সংবাদ প্রতিবেদন অনুসারে, বাজেটে এবার চাকরিজীবীদের আয়কর স্ল্যাবেও বদল আসবে। আর এই আয়কর স্ল্যাবে যে বদল আসতে চলেছে তা প্রতিটি করদাতা নাগরিকের উপকারে আসতে পারে বলে জানা গিয়েছে। আর আগের থেকে এবারে তারা হাতে আরও বেশি টাকা পাবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে নাগরিকরা আশা করছেন বাজেটে অতিরিক্ত আরও কিছু উপায়ে কর ছাড়ের কথা বলা থাকবে।


টিডিএস কম কাটবে


প্রতিবেদন বলছে, যে সমস্ত চাকরিজীবীরা নতুন আয়কর আইনের আওতায় কর জমা করছেন, বাজেটের পর তাদের উপর টিডিএস কম কাটতে পারে। বলা যেতে পারে, বাজেট পেশ করার পর করদাতাদের টেক হোম বেতন আরও বাড়বে। এর ফলে বেতনভুক কর্মীরা আরও কিছু টাকা হাতে রাখতে পারবেন।


নিম্ন স্তরের স্ল্যাবে যাদের আয় তারা এই সুবিধে পাবেন


এখনকার আয়কর আইন অনুযায়ী চাকরিজীবীরা প্রচুর টাকার কর ছাড় পান তাদের আয়ের উপর। আয়কর আইনের ৮০ সি ধারা অনুসারে, আশা করা হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে চাকরিজীবীদের জন্য ৮০সি ধারার অধীনে আরও বেশি কর ছাড়ের সুবিধে দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে আশা করা হচ্ছে, ৮০সি ধারায় কর ছাড় বাড়ানোর জন্য কেন্দ্র সরকার নিম্নস্তরের স্ল্যাবের বিস্তার আরও বাড়াতে পারেন। এর সুবিধে সব রকম স্ল্যাবের করদাতারা যে পাবেন, এমনটা নয়। নিম্নস্তরের স্ল্যাবে যারা পড়েন, সেই করদাতাদের এতে বেশি সুবিধে হবে।


ফেব্রুয়ারিতে পেশ হয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেট


আগামী ২২ জুলাই থেকে নতুন সেশন শুরু হবে সংসদে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে কার্যক্রম। আর বাদল অধিবেশন শুরু হওয়ার দ্বিতীয় দিনেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২৩ জুলাই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন তিনি। এবার মোদি সরকারের তৃতীয় পর্যায়ে এটাই প্রথম বাজেট হতে চলেছে। ফলে এই বাজেট নিয়ে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে।


আরও পড়ুন: Dividend Stock: কেনা থাকলে বিপুল ডিভিডেন্ড পাবেন এই স্টকগুলিতে, এই সপ্তাহেই বড় সুযোগ