Viral Babas Maha Kumbh : মহাকুম্ভ থেকে বিতারিত এই ভাইরাল লোকজন, কাদের রোষে এরা ?
MahaKumbh 2025: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই একে একে বিতারিত ভাইরাল বাবারা। এবার কি তবে কোনও কিশোরীর পালা ?

MahaKumbh 2025: মহাকুম্ভে ভাইরাল হয়েছে এই বাবারা (Viral Babas Maha Kumbh)। এদের নিয়েই সোশ্যাল মিডিয়ায় (Social Media) চলছে জোর মাতামাতি। যা নিয়ে আপত্তি শুরু করেছে খোদ সধু সন্তদের একাংশ।
আইআইটি বাবা এখন ভাইরাল
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের আয়োজন। 13 জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভে লক্ষাধিক ভক্ত আসছেন। অনেক বাবাকেও দেখা যাচ্ছে এই মহাকুম্ভে। আমরা যদি গত কয়েকদিনের কথা বলি, IITian Baba নামে বিখ্যাত অভয় সিং গ্রেওয়াল সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
হর্ষ রিচারিয়ার নাম শুনেছেন
একের পর এক নিউজ চ্যানেলে এখন তার সাক্ষাৎকার দেখানো হচ্ছে। সবচেয়ে সুন্দরী সাধ্বী হিসাবে হর্ষ রিচারিয়া এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শোনা গেছে, আইআইটিিয়ান বাবাকে কুম্ভের আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। একই পরিস্থিতি হয়েছে সাধ্বী হর্ষেরও। জানেন কারা এই ভাইরাল সাধু, সন্তদের কুম্ভ ছাড়া করাচ্ছেন।
ভাইরাল IITian বাবা, কুম্ভের বাইরে হর্ষ রিচারিয়া
মহাকুম্ভের চেয়েও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম অভয় সিং গ্রেওয়াল। যিনি আইআইটি ডিগ্রি কমপ্লিট করে এখন আইআইটিিয়ান বাবা হিসাবে বিখ্যাত৷ তার গল্প অনেক মানুষকে প্রভাবিত করেছে। এ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। এই ভাইরাল বাবাকে নিয়ে কেউ কেউ ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন, আবার কেউ নেতিবাচক। সম্প্রতি খবর এসেছে অভয় সিং গ্রেওয়ালকে জুনা আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে।
জুনা আখড়ার আন্তর্জাতিক মুখপাত্র শ্রী মহন্ত নারায়ণ গিরি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তার গুরুর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও নিরঞ্জনী আখড়ার সঙ্গে যুক্ত সুন্দরী সাধ্বী হিসাবে পরিচিত হর্ষ রিচারিয়া কুম্ভের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আখড়া থেকে বাবাদের কে বের করে দেয়?
ভারতে আখাড়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার সর্বভারতীয় আখাড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের রয়েছে। অর্থাৎ যেকোনও সময়ে আখাড়ার প্রধান ব্যক্তি সেই আখড়া সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে জুনা আখড়ার সভাপতি মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি মহারাজ। এই আখাড়ার সভাপতি কুম্ভে উপস্থিত ছিলেন। শৃঙ্খলাভঙ্গের জন্য বা বিতর্কিত বিবৃতি বা কোনও ধরনের অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হলে, তিনি যেকোনও সাধুকে বহিষ্কার করতে পারেন। এই নিয়ম সকল আখাড়ার জন্য প্রযোজ্য।
আরও পড়ুন এখানে : Viral Monalisa : সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
