Play School Fees: শিশুর প্লে স্কুলের খরচ ৪ লাখ ৩০ হাজার টাকা ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
School Fees: সব বাবা-মা তাদের সন্তানকে বিশ্বের সেরা শিক্ষা দিতে চান। কিন্তু, এই স্বপ্ন পূরণ করতে তাদের চড়া মূল্য দিতে হতে পারে। কীভাবে জানেন ?
School Fees: দেশে শিক্ষার খরচ লাফিয়ে বাড়ছে। এখন শিশুদের স্কুলের খরচ শুনলে মাথায় হাত পড়তে পারে আপনার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই একজন তার শিশু সন্তানের স্কুল ফির সম্প্রকে জানিয়েছেন। যা দেখে হতবাক হয়েছেন নিটেজেনরা। জানেন বছরে কত টাকা ফি দিতে হচ্ছে ওই ব্যক্তিকে।
প্লে স্কুলের ফি শুনলে ভিড়মি খাবেন
প্রতিটি পিতামাতাই তাদের সন্তানকে বিশ্বের সেরা শিক্ষা দিতে চান। কিন্তু, এই স্বপ্ন পূরণ করতে তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। লেখাপড়ার এই বিশাল খরচ বহন করতে হিমশিম খাচ্ছে অভিভাবকরা। দিল্লির একজন সিএ যখন তাঁর এই ব্যথার কথা বর্ণনা করেন, তখনই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে অনেকেই তাদের গল্প শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আমার পুরো লেখাপড়ার খরচ আমার সন্তানের প্লে স্কুলের ফি-এর মতো নয়।
প্লে স্কুলের ফি বছরে ৪ লাখ ৩০ হাজার টাকা
দিল্লি-ভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) আকাশ কুমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন যে আমার ছেলের প্লে স্কুলের ফি আমার পুরো শিক্ষার সময় ব্যয় করা পরিমাণের চেয়ে বেশি। আকাশ কুমার ট্রেডিংয়ের কাজ করেন। তিনি জানান, শিশুটির প্লে স্কুলের ফি বার্ষিক ৪.৩ লাখ টাকা। এই পোস্টের সাথে, তিনি একটি স্ক্রিনশটও যোগ করেছেন, যাতে শিশুর প্লে স্কুলের ফি ধাপে ধাপে দেখানো হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশেন, বার্ষিক চার্জ এবং মেয়াদি ফি যুক্ত রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিপুল সাড়া
আকাশ কুমারের এই পোস্টটি এখন পর্যন্ত 20 লাখেরও বেশি ভিউ পেয়েছে। এই পোস্টটি 15 হাজার লাইক, 2100 টিরও বেশি রিটুইট এবং হাজার হাজার মন্তব্য পেয়েছে। এ নিয়ে নানা মজার মন্তব্য আসছে। এই বিশাল টাকা দেখে নিয়ে অনেকেই অবাক হয়েছেন। এছাড়াও, এই প্লে স্কুলগুলির পরিষেবার স্তর নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, অনেক MNC তাদের কর্মীদের এই বার্ষিক বেতনের চেয়ে কম দেয়। আমি চাই কৃত্রিম মেথা এই সেক্টরে প্রবেশ করুক। অন্য একজন ব্যবহারকারী সরকারকে দোষারোপ করেছেন। তিনি লিখেছেন, সরকারি বিদ্যালয়ের দুরবস্থার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আরেকজন লিখেছেন, অভিনব ভবন ও সুযোগ-সুবিধা অভিভাবকদের চাহিদা, তাই এই টাকাও তাদের বহন করতে হবে।
আরও পড়ুন: TCS Dividend: শেষ ত্রৈমাসিকে বিপুল মুনাফা, শেয়ার পিছু কত ডিভিডেন্ড দিচ্ছে টিসিএস ?