Gold Price: ভালবাসার দিনে কাছের মানুষের জন্য সোনা কিনবেন ? আজ দাম কত হল ?
West Bengal Gold Silver Rate on 14 February: আজ ভালবাসার দিনে আপনার কাছের মানুষের জন্য সোনা (Gold Rate Today) কিনতে চাইলে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্ট।

Gold Rate Today: সোনার দাম আবার বাড়তে শুরু করেছে। বাজারে সোনার চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে আর তাই দামও বাড়ছে। গতকালের থেকে আজ ফের বাড়ল সোনার দাম। আজ ভালবাসার দিনে আপনার কাছের মানুষের জন্য সোনা (Gold Rate Today) কিনতে চাইলে কত খরচ হবে ? দেখে নিন রেটচার্ট।
এমনিতেই বাজারের ওঠানামার ওপর নির্ভর করে সোনার দাম। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতু। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। গতকাল সোনার দাম অনেকটাই কমে গিয়েছিল। তবে আজ ভালবাসার দিনে বাংলার বাজারে (Gold Rate) গতকালের থেকে ফের বেড়ে গিয়েছে সোনার দাম। বিয়ের মরশুমে সোনা (Gold Price) কিনতে কত খরচ হবে আজ ? জেনে নিন আজকের দর।
সোনার দামে ওঠানামা চলতেই থাকে
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।
আজকের সোনার দাম (১৪ ফেব্রুয়ারি ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৫৭০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৪৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৭৯৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৬৮৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৬,৭৪৭ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: RBI News: এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি RBI-এর! টাকা তুলতে পারবেন না গ্রাহকরা, মাথায় বাজ!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
