Nina Kothari: মুকেশ অম্বানির কাছের মানুষ ; সামলান কোটি টাকার ব্যবসা, কে এই নীনা কোঠারি ?
Mukesh Ambani: মুকেশ অম্বানির নাম শুনলেও এই মহিলার সম্পর্কে শোনেননি অনেকেই। কোটি-কোটি টাকার ব্যবসা সামলান এই মহিলা। অম্বানি বলতেই লোকে প্রথমে মুকেশ অম্বানির কথা ভাবেন।
Mukesh Ambani: মুকেশ অম্বানির নাম শুনলেও এই মহিলার সম্পর্কে শোনেননি অনেকেই। কোটি-কোটি টাকার ব্যবসা সামলান এই মহিলা। অম্বানি বলতেই লোকে প্রথমে মুকেশ অম্বানির কথা ভাবেন। তবে নীনা কোঠারিও এই পরিবারেরই একজন।
Reliance Industries: কে এই নীনা কোঠারি ?
নিনা কোঠারি ব্যবসার জগতে একটা বড় নাম। নিজের যোগ্যতায় এই নাম তৈরি করেছেন তিনি। কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের চেয়ারপারসন এই মহিলা কোটি কোটি টাকার ব্যবসা চালান। দেশের পাশাপাশি বিদেশেও ব্যবসা রয়েছে তাদের।
আসলে নিনা কোঠারি হলেন মুকেশ অম্বানির বোন, যিনি মিডিয়া থেকে দূরে থাকেন। তাই এই মহিলাকে সেভাবে চেনেন না অনেকেই। অম্বানি পরিবারে অংশ নীনা কোঠারি ধীরুভাই অম্বানির মেয়ে। একজন উদ্যোগপতি হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ২০০৩ সালে। সেই সময় তিনি জাভাগ্রিন নামে একটি কফি ও ফুড চেইন কোম্পানি প্রতিষ্ঠা করেন।
Nina Kothari: স্বামী ক্যান্সারে মারা গেছেন
জাভাগ্রিনের ব্যবসা ঠিকঠাক চলছিল না, যা নিনার জীবনে চ্যালেঞ্জ এনে দেয়। ২০১৫ সালে নিনা কোঠারির স্বামী ক্যান্সারের কারণে মারা যান। এর পর তিনি তার দুই সন্তান অর্জুন ও নয়নতারাকে বড় করেন। সেই সময় তিনি পারিবারিক ব্যবসা কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডেরও প্রধান ছিলেন।
স্বামীর মৃত্যুর পর তিনি চেয়ারপার্সন হন
২০১৫-তে স্বামীর মৃত্যুর পর নীনা কোঠারি কোম্পানির চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হন। সেই থেকে কর্পোরেট জগতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুরু করেন তিনি। কোম্পানিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যান। এরপর এইচসি কোঠারি গ্রুপ একটি ফ্ল্যাগশিপ এন্টারপ্রাইজ হিসাবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড চেন্নাই, তামিলনাড়ুতে তার ব্যবসা প্রথিষ্ঠা করেছে।
Nina Kothari: অন্যান্য ব্যবসারও সম্প্রসারণ
চেয়ারপার্সন হওয়ার পর নীনা এইচসি কোঠারি গ্রুপকে আরও অন্যান্য ব্যবসার সঙ্গে জুড়ে দেন। কোঠারি গ্রুপের অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে কোঠারি পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং কোঠারি সেফ ডিপোজিট লিমিটেড পোর্টফোলিও।
লাইমলাইট থেকে দূরে থাকেন তিনি
নীনা কোঠারি লাইমলাইটের দুনিয়া থেকে দূরে থাকেন। অম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেও তিনি মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখেন। তার মোট সম্পদের পরিমাণ ৫২.৪ কোটি টাকার বেশি।
নিনার সন্তানরা কী করে ?
কোঠারির বড় ছেলে অর্জুন কোঠারি সুগারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের এমডি ও তাদের পারিবারিক উত্তরাধিকার বজায় রাখতে এবং প্রসারিত করার জন্য তার মায়ের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, নিনার মেয়ে নয়নতারার বিয়ে করেন শমিত ভারতীয়কে, যিনি শ্যাম ও শোভনা ভারতীয়ের ছেলে ও কে কে বিড়লার নাতি। ২০১৯ সালে, অর্জুন মারিকো পরিবারের রাজেন ও অঞ্জলি মারিওয়ালার কন্যা অনিন্দিতা মারিওয়ালাকে বিয়ে করেছিলেন।
আরও পড়ুন : Isha Ambani: রিলায়েন্সের সাম্রাজ্য ভাগ ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?