Salary News:  আইটি সেক্টরে সুখবর।  উইপ্রোতে চাকরি করলে 1 সেপ্টেম্বর থেকে বেতন বৃদ্ধির ঘোষণা করেছে কোম্পানি (Wipro Salary Hike)। সম্প্রতি ত্রৈমাসিক ফল ঘোষণার পর এসেছে এই ঘোষণা।  চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীনিবাস পালিয়া কর্মীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন।


কী ফল করেছে কোম্পানি
কোম্পানি জানিয়েছে, বেতন বৃদ্ধি সত্ত্বেও সেপ্টেম্বর 2024 ত্রৈমাসিকে তার অপারেটিং মার্জিন বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে উইপ্রোর মোট কর্মচারীর সংখ্যা ২,৩৩,৮৮৯।
বৃহস্পতিবার উইপ্রো মার্কিন টেলিকম খাতে তার ক্লায়েন্টদের উচ্চ ব্যয় সত্ত্বেও সেপ্টেম্বর 2024 ত্রৈমাসিকে 21 শতাংশ লাফিয়ে 3,209 কোটি টাকায় তার নেট লাভের কথা জানিয়েছে। বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে এই কাজ করেছে কোম্পানি। জুলাই-সেপ্টেম্বর 2024 এর মধ্যে এর আয় 1 শতাংশ বেড়ে 22,300 কোটি টাকা হয়েছে।


বোনাস শেয়ার ঘোষণা করেছে এই কোম্পানি
সম্প্রতি এই সংস্থা তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। আর এই ফলাফলের সঙ্গে সঙ্গেই ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেবে সংস্থা, এমনটাই জানিয়েছে উইপ্রোর। তবে এই সংস্থা এখনও বোনাস শেয়ারের রেকর্ড ডেট ঘোষণা করেনি। তবে জানা গিয়েছে সংস্থার বোর্ডের অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যেই বোনাস শেয়ার পাওয়া যাবে ডিম্যাট অ্যাকাউন্টে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বরের মধ্যেই এই বোনাস শেয়ার পাওয়া যাবে।


ত্রৈমাসিকের ফলাফলে উইপ্রোর সিইও শ্রীনিবাস পাল্লিয়া জানান এই মেয়াদের দারুণ পারফরম্যান্সের ফলে উইপ্রো তাদের রেভিনিউ বাড়াতে সক্ষম হয়েছে। বেড়েছে বুকিং ও মার্জিনও। বড় বড় চুক্তির বুকিংয়ের মূল্য এক বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে। 


ইনফোসিসের ফল কী বলছে


উইপ্রোর পাশাপাশি দ্বিতীয় ত্রৈমাসিকে ইনফোসিসের রেভিনিউ দাঁড়িয়েছে ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কিনা গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


Wipro Bonus Share: উৎসবের মরশুমে বড় উপহার, বোনাস শেয়ার দেবে এই সংস্থা