YouTube Ads: ইউটিউবের বিজ্ঞাপন নিয়ে বিরক্ত, এবার হতে চলেছে বড় পরিবর্তন। আসলে, বিজ্ঞাপন দেখানোর নীতিতে পরিবর্তন করতে চলেছে সংস্থা। এর পরে ইউটিউবে ভিডিও (YouTube Videos) দেখার অভিজ্ঞতা ভাল হবে আপনার। জেনে নিন, এরফলে কীভাবে উপকৃত হবেন আপনি।


কবে থেকে কার্যকর হবে
নতুন পরিবর্তনগুলি 12 মে থেকে কার্যকর হবে৷ এটি শুধুমাত্র দর্শকদের অভিজ্ঞতাই উন্নত করবে না, তবে নির্মাতারাও তাদের উপার্জন বাড়ানোর সুযোগ পাবেন৷ চলুন জেনে নেওয়া যাক মে মাস থেকে ইউটিউবে কী পরিবর্তন হতে চলেছে।


YouTube Videos : বিজ্ঞাপনে কী পরিবর্তন
ইউটিউব জানিয়েছে, মে মাস থেকে দর্শকরা ভিডিওর স্বাভাবিক বিরতিতে বিজ্ঞাপন দেখতে পাবেন। যার অর্থ হল, বর্তমানে বিজ্ঞাপনগুলি ভিডিওর মাঝখানে যেকোনও জায়গায় চালানো শুরু করে৷ এটি পরিবর্তন করে সংস্থাটি আর কোনও দৃশ্য বা সংলাপের মাঝখানে বিজ্ঞাপন দেখাবে না। এখন এই বিজ্ঞাপনগুলি একটি দৃশ্যের পরিবর্তনের সময়ের বিরতিতে রাখা হবে৷


YouTube Ads: আর কী পরিবর্তন 
ইউটিউব বলছে, ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে এই পরিবর্তন করা হচ্ছে। সংস্থা একটি পোস্টে বলেছে, এটি আরও ভিউ তৈরি করবে। এতে নির্মাতারা আরও ভাল উপার্জন করতে সক্ষম হবেন। মে মাসে আসা এই পরিবর্তনটি পুরোনো ভিডিওগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কোম্পানি বলেছে, এটি পুরানো ভিডিওগুলিতে মিড-রোল বিজ্ঞাপনগুলিও ব্য়ালেন্স করবে। ক্রিয়েটররা যারা বিজ্ঞাপনের প্লেসমেন্টের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান, তারা 12 মে এর আগে YouTube স্টুডিওতে গিয়ে এটি করতে পারবেন।


ইউটিউব নির্মাতাদের সাহায্য করবে
YouTube এই পুরো প্রক্রিয়ায় নির্মাতাদের সাহায্য করবে। মিড-রোল বিজ্ঞাপনের ক্ষেত্রে কোম্পানি ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় পদ্ধতির মিশ্রণের সুপারিশ করছে। সংস্থা বলেছে. এই পদ্ধতিটি ব্যবহারকারী নির্মাতারা শুধুমাত্র ম্যানুয়াল প্লেসমেন্টের উপর নির্ভরশীল নির্মাতাদের তুলনায় 5 শতাংশ বেশি উপার্জন করবেন। এর পাশাপাশি ইউটিউবও নির্মাতাদের জন্য একটি টুল নিয়ে এসেছে। এই টুলটি ক্রিয়েটরদের জানাতে সাহায্য করবে কীভাবে তাদের বিজ্ঞাপনের প্লেসমেন্ট দেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। এই টুলটি নির্মাতাদের প্লেসমেন্ট সংক্রান্ত পরামর্শও দেবে।


বর্তমানে ইউটিউব থেকে বিশাল টাকা অর্ঝন করছেন ক্রিয়েটররা। সেই ক্ষেত্রে এই বিজ্ঞাপনের নীতি ক্রিয়েটরদের আরও লাভবান করবে। অন্তত তেমনই মনে করছে কোম্পানি।


 


আরও পড়ুন Gas Cylinder Using Tips : কম না বেশি আঁচে রান্না করলে গ্যাস বেশি লাগে ? জানুন রান্নার শৈলী