সমীরণ পাল, ডোবারপাড়া: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (India-Bangaldesh international border) ফের চোরাচালানের চেষ্টা (smuggling bid) ব্যর্থ করল বিএসএফ (BSF)। চোরাচালানকারীদের কাউকে গ্রেফতার করে না পারলেও ১৪ লক্ষ ৪০ হাজার টাকার ফিশপিন বল, ফেনসিডিল ও গাঁজা বাজেয়াপ্ত করেছে তারা।


বিএসএফ সূত্রে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গ সীমান্তের বিভিন্ন ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা পশ্চিমবঙ্গের নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে ৫৭টি ফিশপিন বল, ৩৫০টি বোতল ফেনসিডিল এবং ৩২ কিলোগ্রাম গাঁজা আটক করেছে। ওই জিনিসগুলি চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বাজেয়াপ্ত মালের আনুমানিক মূল্য ১৪,৪১,৯১৮ টাকা।


তথ্য অনুযায়ী,০৫  ব্যাটালিয়নের সীমান্ত চৌকির জওয়ানরা ডোবারপাড়া এলাকায় ফিশপিন পারাপার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পান। খবর পেয়েই কর্তব্যরত সব জওয়ানকে সতর্ক করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টায় বিএসএফ জওয়ানরা ৩ থেকে ৮ জন দুষ্কৃতীর কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে যারা কিছু জিনিসপত্র নিয়ে সীমান্ত পেরানোর চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করার পাশাপাশি তাড়াও করেছিলেন। কিন্তু ওই পাচারকারীরা নিষিদ্ধ জিনিসগুলি ফেলে রেখে অন্ধকার এবং ঘন গাছপালার সুযোগ নিয়ে ভারতের দিকে ফিরে যায়। পরে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে ০৯ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলি খুললে ১৮টি প্লাস্টিকের বেলুন ভর্তি মাছের স্প্যান (ছোটগুলো)। আর শনিবার ভোর তিনটে ১০ মিনিট নাগাদ কর্তব্যরত জওয়ানরা আবার একই এলাকা থেকে ফিশপিন পাচারের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ করেন এবং মোট ২২টি ফিশপিন বল বাজেয়াপ্ত করেন। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডোবারপাড়া বিওপিতে নিয়ে আসেন।


এছাড়া সীমান্ত চৌকি কানাইকাটি এবং সিএস খালি, ১১৮ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের নিজ নিজ এলাকা থেকে ১৭টি ফিশপিন বল বাজেয়াপ্ত করেছেন। একই দিনে অন্যান্য ঘটনায়, সীমান্ত চৌকি  বাজিদপুর, সুটিয়া এবং আরসিপুরের ১০৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের নিজের নিজের এলাকা থেকে ৩৫০টি ফেনসিডিল বোতল এবং ৩২ কেজি গাঁজা আটক করেছেন। বাজেয়াপ্ত মালগুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: চড়ক পুজো উপলক্ষে অভিনব হাজরা নৃত্য মালদায়


এপ্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ও বিএসএফ-এর ডিআইজি শ্রী এ.কে.আর্য জানান যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।