এক্সপ্লোর
সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা, সন্তানদের সাহায্যে স্বামীকে হত্যা মহিলার, খুনের মামলা দায়ের
মত্ত অবস্থায় সৎ মেয়েকে ফের ধর্ষণের চেষ্টা ৪৫ বছরের এক ব্যক্তির। মেয়েকে বাঁচাতে সন্তানদের সাহায্যে স্বামীকে খুন করলেন এক মহিলা। এমনই ঘটনা ঘটেছে লুধিয়ানায়।

লুধিয়ানা: মত্ত অবস্থায় সৎ মেয়েকে ফের ধর্ষণের চেষ্টা ৪৫ বছরের এক ব্যক্তির। মেয়েকে বাঁচাতে সন্তানদের সাহায্যে স্বামীকে খুন করলেন এক মহিলা। এমনই ঘটনা ঘটেছে লুধিয়ানায়। শনিবার রাতে মত্ত অবস্থায় লুধিয়ানার মহাবীর জৈন কলোনির বাড়িতে ফিরে ১৫ বছরের সৎ মেয়ের সঙ্গে অভব্য আচরণ শুরু করে ওই মহিলার স্বামী রাজ কিশোর। রাজের স্ত্রী গীতা বাধা দেন। কিন্তু বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে গীতাকে মারধর করতে শুরু করে রাজ। এরপর গীতা ও তাঁর এক ছেলে ও এক মেয়ে রাজকে বিদ্যুতের তারের ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে। পরে দরেসি থানায় গিয়ে পুরো ঘটনা জানান গীতা। স্বামীর কার্যকলাপে ক্ষুব্ধ হয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন গীতা। গীতা পুলিশকে জানান, ২০১৮-র সেপ্টেম্বরেও একবার তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল রাজ কিশোর। সেই সময় পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু তখন রাজ কিশোরের সঙ্গে তাঁর আপোস হয়ে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর গীতা রাজ কিশোরকে বিয়ে করেছিলেন। প্রথমপক্ষে তাঁর এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। রাজ কিশোরের সঙ্গে বিয়ের পর আরও এক কন্যা ও দুই পুত্রসন্তানের জন্ম দেন গীতা। পুলিশ গীতা ও তাঁর নাবালিকা ছেলে-মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















