এক্সপ্লোর
Advertisement
নদিয়ায় স্বামীকে খুন? সন্দেহে মহিলা,প্রেমিকা ও নাবালিকা কন্যাকে লাইটপোস্টে বেঁধে মারধর স্থানীয়দের
নাবালিকা মেয়ে ও প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে! অভিযুক্ত স্ত্রী, তাঁর মেয়ে ও প্রেমিককে লাইটপোস্টে বেধে মারল স্থানীয় বাসিন্দারা,কেটে নেওয়া হল চুল!নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্প পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
সুজিত মণ্ডল, নদিয়া: নাবালিকা মেয়ে ও প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে! অভিযুক্ত স্ত্রী, তাঁর মেয়ে ও প্রেমিককে লাইটপোস্টে বেধে মারল স্থানীয় বাসিন্দারা,কেটে নেওয়া হল চুল!নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্প পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দা ৩৭ বছরের অজয় ঘরামির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে দাবি,মৃতের স্ত্রীর চিত্কার শুনে প্রতিবশীরা গিয়ে দেখেন, ফ্যানের হুক থেকে দড়ি ঝুলছে, আর মাটিতে পড়ে রয়েছে অজয়ের দেহ। ঘরে উপস্থিত অজয়ের স্ত্রী ও ১৬ বছরের মেয়ে। তবে অজয়ের গলায় কোনও দড়ি বা ফাঁস ছিল না।
স্থানীয়দের অভিযোগ, মৃতের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল প্রতিবেশী এক ব্যক্তির। এই নিয়ে পরিবারে অশান্তিও হত। এরপরই মারমুখী হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
মৃতের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর প্রেমিককে আটক করেছে পুলিশ। কিন্তু, স্থানীয় বাসিন্দারা কীভাবে নিজেদের হাতে এভাবে আইন তুলে নিতে পারে? কীভাবে একজন নাবালিকার সঙ্গে এ ধরণের আচরণ করা হল? সেই প্রশ্নও কিন্তু, উঠছে।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement