আহমেদাবাদ: স্বামী (husband) তাঁর রাজনৈতিক কেরিয়ারে অনেকটা 'বুস্টার ডোজের' (booster dosage) কাজ করেছেন, নিঃসঙ্কোচে বলে ফেললেন রিভাবা জাদেজা (rivaba jadeja)। জামনগর (jamnagar) বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রিভাবার আর এক পরিচয়? তিনি ভারতীয় ক্রিকেট (cricketer) দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজার (ravindra jadeja) স্ত্রী (wife)। রাজনৈতিক কেরিয়ারে ক্রিকেটার-স্বামীর অবদানের কথা বলতে গিয়েই রিভাবার বক্তব্য, 'উনি অনেকটা বুস্টার ডোজের মতো, আমাকে সব সময় উজ্জীবিত করেছেন। সত্যি কথা বলতে নিজের থেকেও বেশি উনিই আমাকে এগিয়ে যেতে উৎসাহ জুগিয়েছেন।...লোকে বলে প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে এক মহিলার অবদান থাকে। আসলে উল্টোটাও একই রকম সত্যি।'


বিহ্বল রিভাবা...
সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। জামনগর কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন ক্রিকেটার-পত্নী। মনোনয়ন জমা থেকে নির্বাচনী প্রচার, সব কিছুতেই বার বার স্বামীর প্রসঙ্গ তুললেন তিনি। তাঁর কথায়, 'মনোনয়ন জমা দেওয়ার সময় উনি সঙ্গে গিয়েছিলেন। সেটা খুব আবেগপূর্ণ মুহূর্ত ছিল। বিয়ের পরও যে স্বপ্নপূরণ সম্ভব, সে ব্যাপারে মহিলাদের উৎসাহ দিতে চাই।' খেলাধুলোর জগতের ব্যস্ততার ফাঁকেও স্ত্রীর নির্বাচনী প্রচার ও তাঁর সুবিধা-অসুবিধার দিকে যে রবীন্দ্র জাডেজার খেয়াল রয়েছে সে কথাও জানালেন রিভাবা। বললেন, 'ওঁকে শুধু একবার বলেছিলাম, প্রচারের সময় একজোড়া আরামদায়ক জুতো দরকার। ব্যস্। যেখানে প্রচার করছিলাম সেখানেই সোজা ওই আরামদায়ক জুতোজোড়া পাঠিয়ে দিয়েছিলেন।' তাঁর স্বামী যে ছোটখাটো সমস্ত দিকের খেয়াল রাখেন, এটি তার অন্যতম প্রমাণ দাবি করেছেন জামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী। 


প্রেক্ষাপট...
ইতিমধ্যেই স্ত্রীর হয়ে ভোট চাওয়ার আবেদন জানাতে শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। গত রবিবার গুজরাতিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে বলা হয়েছিল, 'গুজরাত নির্বাচন এসে গিয়েছে। এটা অনেকটা টি-২০ ম্যাচের মতো। আমার স্ত্রী বিজেপির টিকিটে তাঁর প্রথম পর্ব শুরু করছেন।...জামনগরের প্রত্যেক বাসিন্দা ও ক্রিকেট ভক্তের কাছে আমার আর্জি, দলে দলে ভোট দিয়ে ওঁকে জয়ী করুন।'   

প্রার্থী-পরিচয়...
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন রিভাবা। পরে ভারতীয় বায়ুসেনায় নির্বাচিতও হন। কিন্তু কোনও কারণে তাতে যোগ দেননি। যদিও নানা সমাজকল্যাণমূলক কাজকর্মে জড়িয়ে থেকেছেন। সঙ্গে বিজেপিও করেছেন। জামনগর (উত্তর) বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধর্মেন্দ্রসিংহ জাডেজাকে সরিয়ে এবার এই তরুণ-তুর্কীকেই প্রার্থী বেছে নিয়েছে গেরুয়া শিবির। গুজরাতে গত ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপি আপের আগ্রাসী প্রচার, সেতু বিপর্যয় ইত্যাদি কারণে কিছুটা হলেও চাপে। ক্রিকেটার-পত্নীকে প্রার্থী করে কি জয়ের পথ  মসৃণ করতে চাইছে তারা? জল্পনা শুরু হয়ে গিয়েছে।


আরও পড়ুন:'অস্ত্র সহজলভ্য, ব্যর্থতা পুলিশের', একের পর এক ঘটনায় প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশকর্তার