সুজিত মণ্ডল, শান্তিপুর: অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অন্তত ১৫ জন ডায়েরিয়া-আক্রান্ত (Diarrhea In Santipur) হলেন বলে খবর। নদিয়ার শান্তিপুর থানার চাপাতলা গ্রামের ঘটনা। অসুস্থরা প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কোথা থেকে হল এমন?


যা জানা গেল....
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাড়ার বাসিন্দাদের সকলকেই এক মহিলার সাধের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে খাওয়াদাওয়া পরই ডায়েরিয়া আক্রান্ত হয়ে পড়েন ১৫ জন। অসুস্থরা জানিয়েছেন, গত শুক্রবার এলাকার সমস্ত মহিলা একজোট হয়ে রান্নাবান্না করছিলেন। একত্র খাওয়া-দাওয়াও করেন। পরবর্তীতে, রাতের বেলা আবারও সেই সমস্ত খাবার খাওয়ার পরই শনিবার থেকে এলাকার একাধিক জনের ঘন ঘন মলত্যাগ, জ্বর, এবং বমি হতে থাকে। তাঁরাই শুধু নন। যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, সেই সেবাড়িরও একাধিক সদস্য এক রকম ভাবে অসুস্থ হয়ে পড়েন। সকলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। 

ডায়রিয়ার প্রকোপ...
গত বছর এপ্রিলে পুরুলিয়া শহরে ডায়েরিয়ার প্রকোপে দুজনের প্রাণ গিয়েছিল। একটা সময়ে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়ে ফেলে।  সেই সময় পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৮ জন। বাকিদের চিকিৎসা বাড়িতেই হয়। গত বছর এপ্রিল মাস নাগাদ পুরুলিয়া শহরে মারাত্মক আকার নেয় ডায়েরিয়া। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়ূরী নন্দী জানিয়েছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখা যায়, পুরসভার মেডিক্যাল টিম এলাকা পরিদর্শনে এসেছে। প্রাথমিক ভাবে মনে করা হয়, দূষিত জল পান করেই ডায়েরিয়া আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের দাবি, পুরুলিয়া পুরসভার নলবাহিত পানীয় জলের পাইপ ফুটো দিয়ে নোংরা জল মিশে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে।  ঘটনার পরই পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয় ওই এলাকায়। জলের পাইপ মেরামতির জন্য উদ্যোগও নেওয়া হয়। যে সময় এই ঘটনা চলছে, সেই সময়ই প্রবল গরমে জলকষ্ট শুরু হয়েছিল। পানীয় জলের দাবিতে গ্রামের রাস্তায় হাঁড়ি-কলসি রেখে শুরু হয়েছিল দফায় দফায় অবরোধ। এই ঘটনায় পাল্টা তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে অবরোধকারীদের ধমক দিয়ে সরানোর চেষ্টার অভিযোগ ওঠে। অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের ধমক চমক দিয়ে হঠানোর চেষ্টা করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তখনই তাঁদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। 



 

আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা