রাজীব চৌধুরী, সুতি: আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদের (Land dispute) জেরে নৃশংসভাবে খুন হলেন একজন যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি (Suti) থানার অন্তর্গত মহিশাইল অঞ্চলের লকাইপুর গ্রামে। মৃতের নাম বাদাম মণ্ডল। 


মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, লকাইপুর গ্রামে থাকা ১৮ কাঠা জায়গাকে ঘিরে বিগত বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ঝামেলা করছিলেন আত্মীয়রা। গতকাল রাতে বাড়ির বাইরে বসে থাকাকালীন আচমকা ওই যুবকের উপর চড়াও হয় তাঁর জেঠতুতো দাদা সহ মোট চারজন। অতর্কিতে তারা একাধিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে বাদাম মণ্ডল নামে ওই যুবককে। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবার সদস্যদের। 


আরও পড়ুন: Suvendu Adhikari: কোচবিহারে গিয়ে দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের আতঙ্কের কথা শুনলেন শুভেন্দু, 'বৈঠক এড়ানোর' খোঁচা কুণালের


স্থানীয় সূত্রে জানা গেছে, লকাইপুর গ্রামে বাদাম মণ্ডলের পরিবারের ১৮ কাঠা জমি রয়েছে। কিন্তু, তার দখল নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর জ্যাঠার পরিবারের সঙ্গে গণ্ডগোল চলছিল। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হত। শনিবার রাতে বাইরে বসেছিলেন বাদাম মণ্ডল। সেই সময় আচমকা তাঁর জ্যাঠার ছেলে সহ চারজন ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


আরও পড়ুন: Malda News: মালদার বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল


এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। তার ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে অভিযোগ মৃতের পরিবার সদস্যদের। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন মৃত যুবকের আত্মীয়রা। ঘটনাটির তদন্ত শুরু হলেও এখনও অভিযুক্তরা কেন গ্রেফতার হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rachna Banerjee: ধনেখালি হাসপাতালের উন্নয়ন, ভোট মিটতেই ঘোষণা রচনার, ঘুরে দেখলেন ব্যবস্থাপনা