সুনীত হালদার, হাওড়া: হাসপাতালে চিকিৎসাধীন খুড়তুতো ভাইকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। উলুবেরিয়ার (Uluberia Road Accident) ১৬ নম্বর জাতীয় সড়কের খলিশানী কালিতলা ব্রিজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে (Road Accident)। মৃত দু'জনের নাম সেখ সাবির এবং সেখ সুদান। সেখ সাবিরের বয়স ৩৮ বছর, সেখ সুদানের বয়স ৪৮। 


কী জানা গেল?
গত শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখ সাবির আদতে হাওড়ার সাঁকরাইলের সুলাটি সিপাইপাড়া। সেখ সুদান থাকতেন পাঁচলা থানার জয়নগরে। জানা গিয়েছে, দু'টি বাইকে চারজন উলুবেরিয়া হাসপাতালে যাচ্ছিলেন। সাবির একটি বাইকে তাঁর বন্ধু সুদানকে নিয়ে পাঁচলা মোড় পার করে পেট্রোল পাম্পে তেল নিচ্ছিলেন। এর পর, উলুবেরিয়ার দিকে যাওয়ার সময় কয়লাগোলায় কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তায় ওপরে ছিটকে পড়ে দুজন। তখনই একটি লরি তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়।


নতুন নয়...
এর আগেও দুর্ঘটনার সাক্ষী থেকেছে উলুবেরিয়া। গত মার্চেই দুর্ঘটনা ঘটে। গত ৭ মার্চ, রঙের উৎসবের দিন উলুবেড়িয়ার কুলগাছিয়ায় বাইক দুর্ঘটনায়  মৃত্যু হল দুই যুবকের। আহত হন আরও এক যুবক। দ্রুত গতিতে বাইক চালানোয় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা ছিল পুলিশের। মৃতদের নাম- নিতাই পাল ও প্রদ্যুৎ মাইতি)। বাড়ি বাগনান থানার কালিকাপুর পূর্ব পাড়ায়। ৭ মার্চ দুপুরে কুলগাছিয়ার জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটে। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দু'টি ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। রথীন্দ্র মাইতি নামে আহত যুবককে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর চিকিৎসা হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন বিকেল ৩ টে নাগাদ তিন যুবক একটি বাইকে চেপে উলুবেড়িয়ার বোয়ালিয়ার দিক থেকে বাগনানের কালিকাপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুলগাছিয়া জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় নিতাইয়ের। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় প্রদ্যুতের। স্থানীয়রা জানান, তিনি যুবকের কারোর মাথায় হেলমেট ছিল না। 


আরও পড়ুন:হাতির তাণ্ডব থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ এক ব্যক্তির! তারপর?