সুজিত মণ্ডল ও প্রসূন চক্রবর্তী, মেজিয়া ও শান্তিপুর: জাতীয় সড়কে ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা। দুটি আলাদা জায়গায় দুর্ঘটনার ফলে প্রাণ হারালেন তিনজন। প্রথম ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া (Mejia) ও অন্য দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে (Santipur Accident)।


রবিবার সকালে আজ নদিয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ফুলিয়া চটকাতলা মোড়ে চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারান দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, ও দুই ব্যক্তি বাস ধরবার জন্য দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি তাঁদের দুজনকে সজোর ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুইচাপাড়া এলাকায়। পেশায় তিনি ঘি ব্যবসায়ী। আর অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।


আরও পড়ুন: Kolkata News: কাশীপুরে প্রোমোটারের অফিসে তাণ্ডবের জের, গ্রেফতার মূল অভিযুক্ত সহ আরও ৩


গত এক মাসে এই নিয়ে মোট পাঁচ জনের মৃত্যু হল ওই এলাকায়। এই দুর্ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে। এখনও পর্যন্ত যে গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটে তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ গাড়িটির সন্ধান চালাচ্ছে।


অন্য দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে বাঁকুড়া-রাণীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের হাঁসপাহাড়ির কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ সেরে এক বাইক আরোহী বাড়ি ফিরছিলেন। সেই সময় গঙ্গাজলঘাটির দিক থেকে আসা একটি বড় লরির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহীর নাম দয়াময় দা। বয়স ২৬ বছর, বাড়ি উখড়াডিহি-তে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। ঘাতক গাড়িকে আটক করা হয়েছে। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহটিকে রবিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: TMC Rift in Birbhum: তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে ৬৬ বিঘা খাস জমি দখলের অভিযোগ, জেলাশাসককে চিঠি পঞ্চায়েত সদস্যদের