গৌতম রায়, বজবজ: একজন গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হল তাঁর সিভিক ভলান্টিয়ার স্বামী সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালী থানার সাতগাছিয়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালী থানার সাতগাছিয়ার অমিত খাঁড়ার সঙ্গে প্রায় সাত বছর আগে বিয়ে হয় বজবজের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া কুন্ডুর(৩০)। গতকাল সকালে রিয়াকে মুচিশা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সঙ্গে সঙ্গে রিয়াকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে যান শ্বশুরবাড়ির লোকজন। এরপর মেয়ের পরিবারের লোকজনের কাছে খবর যায় রিয়া মারা গেছে। তবে কীভাবে মারা গেছে তা জানানো হয়নি রিয়ার শ্বশুরবাড়ি তরফ থেকে। খবর পেয়ে পরিবারের লোকজন বাড়ি গিয়ে দেখতে পায় রিয়া ঘরেই পড়ে রয়েছে। থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে মুচিশা হাসপাতালে নিয়ে আসে। রিয়ার স্বামী অমিত খাঁড়া নোদাখালি থানার সিভিক ভলান্টিয়ার।
মেয়েটির পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করেন। রিয়ার দেহের ময়নাতদন্ত হয়েছে। মৃত বধূর বাপেরবড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর রিয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর সঙ্গে স্ত্রী মাঝে মধ্যেই গণ্ডগোল হত। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা হওয়ার কথা শোনা যেত। তবে এইভাবে যে রিয়ার মৃত্যু হবে তা কেউই বুঝতে পারেননি। রিয়ার মৃত্যুর পরেও শ্বশুরবাড়ির লোকদের আচরণে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। পরে পুলিশ এসে গ্রেফতার করায় তাই সবাই হতবাক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।