একই দিনে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। চলে গেল একাধিক প্রাণ।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidaba) সাগরদিঘি থানার (Sagardighi Police Station) ছামুগ্রামের কাছে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। গতকাল রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা
লাগে। ডাম্পার চালক পলাতক।
পূর্ব বর্ধমান: দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (East Burdwan) শক্তিগড়ে। তারাপীঠে (Tarapith) পুজো দিয়ে ফেরার পথে, বেপরোয়া ট্রাক পিষে দেয় বাইক আরোহী দম্পতিকে। মৃত মহানন্দ ও লিপিকা হাজরা হুগলির (Hooghly) পোলবার বাসিন্দা। রাত সাড়ে ১০টা নাগাদ শক্তিগড়ের একটি দোকান ল্যাংচা কিনে বাইকে চড়েন ওই দম্পতি। সেইসময় পিছন থেকে ধাক্কা মারে ট্রাক। ঘাতক ট্রাকের চালকের খোঁজ চলছে।
পশ্চিম বর্ধমান: রাত দেড়টা নাগাদ পশ্চিম বর্ধমানের (West Burdwan) পাণ্ডবেশ্বরে তৃতীয় দুর্ঘটনা ঘটে। ফুলবাগান মোড়ে (Phoolbagan More) রেল গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি। চালক নেমে তার ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত লরিচালক উত্তরপ্রদেশের সম্ভলের বাসিন্দা। অসমের তিনসুকিয়া থেকে কারখানার জিনিস নিয়ে লরিটি রানিগঞ্জ (Raniganj) যাচ্ছিল ।
দক্ষিণ ২৪ পরগনা: গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) বেসরকারি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন মোটরভ্যানের ৭ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটকপুকুর থেকে কলকাতা যাচ্ছিল সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরভ্যানে আলো না থাকায়, অন্ধকারে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ভ্যানচালক পলাতক । সরকারি বাসের চালককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।
আরও পড়ুন: Abhishek Banerjee: বিজেপির শেষের শুরু... আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে সব হারবে', ভবিষ্যদ্বাণী অভিষেকের