কলকাতা: DA বৃদ্ধি ও স্বচ্ছ নিয়োগের দাবিতে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। হাওড়া, শিয়ালদা, হাজরা থেকে মিছিল শুরু হয়। মিছিলে গান গেয়ে ও ছড়া কেটে ক্ষোভ উগরে দিলেন সরকারি কর্মীরা। এরপর ২০ মিনিটের জন্য ধর্মতলা মোড় অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের ডোরিনা ক্রসিং থেকে তুলে দেয়।
DA-র দাবিতে মিছিল: প্যারোডি, প্ল্যাকার্ড, আর স্লোগানে প্রতিবাদের ভাষা। বকেয়া ডিএ-র দাবিতে 'ত্রিফলা' মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন একটি মিছিল শুরু হয় শিয়ালদা থেকে, আরেকটি মিছিল শুরু হয় হাজরা থেকে, তৃতীয় মিছিলটি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। সবকটি মিছিলেরই অভিমুখ ছিল শহিদ মিনার। শুক্রবার দুপুর ১ টা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ। এই মিছিলে যোগ দেন হাওড়া, হুগলি, বর্ধমান সহ একাধিক জেলার সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমরা এর আগে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের সাথে বসে সমস্যার সমাধান করার জন্য। সেটা যদি না হয়ে থাকে তাহলে আমরা আগামীকাল থেকে অনশন শুরু করছি এবং ২৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি।’’
হাজরা থেকে শুরু হয় সরকারি কর্মচারী সংগঠনের আরও একটি মিছিল। আর তাঁদের মিছিলের সঙ্গেই এদিন জুড়ে গেলেন চাকরিপ্রার্থীরা। মিছিলে পা মেলান ২০২২ এর টেট উত্তীর্ণরা। অন্যদিকে মিছিলে অংশ নেন ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনা প্রাইমারির চাকরিপ্রার্থীরাও। মিছিলে চপ,মুড়ি, বিস্কুটের ডালা নিয়ে মিছিলে হাঁটলেন তাঁরা। এদিন খালি হাঁড়ি নিয়ে প্রতিবাদে নামেন চাকরিপ্রার্থীরা। এর পাশাপাশি, শিয়ালদা থেকেও শুরু হয় আরেকটি মিছিল।
গত বছর ২৭ জানুয়ারি, শহিদ মিনারে আন্দোলন শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ। এক বছরেও পূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবি। তাই বছর ঘুরতে চললেও, এখনও শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি, ফাঁকা বাড়ি থেকে সর্বস্ব লুঠ বাঁকুড়ায়