কলকাতা : চোখের অপারেশনের জন্য আমেরিকায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউইয়র্ক থেকে ইডি-কে ( ED )  তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। ইডি-র তদন্তকারী অফিসারদের অযোগ্য বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, 'এটা সত্যিই দুর্ভাগ্যের যে ইডি-তে অযোগ্যরা কাজ করছেন'। 

'সত্য ক্ষমতাবান এবং জয়ী হবেই।' এই মন্তব্য করে, 'এক্স' অ্যাকাউন্টে  অভিষেক আরও লেখেন, এটা দুর্ভাগ্যের যে, মানুষের করের টাকা খরচ করে এঁরাই বছরের পর বছর তদন্ত চালিয়ে যান, সেইসঙ্গে আদালতে নির্দিষ্ট তথ্যপ্রমাণ পেশ করতেও এঁরা লাগাতার ব্যর্থ। এভাবেই এঁরা দেশের প্রতি কর্তব্য পালনে অবহেলা করে চলেছেন। 

'এটা দেখে আর আশ্চর্য হই না যে কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র দশমিক ৫ শতাংশ। এদের মতো দুর্ভাগাদের জন্য সত্য়িই করুণা হয়' নিউইয়র্ক থেকে সমাজমাধ্যমে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।                                                        






সম্প্রতি, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, ৮ অগাস্ট, তাঁর চোখ দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ২০ অগাস্ট তিনি দেশে ফিরবেন। এরই মধ্যে নিউইয়র্ক থেকে ছবি পোস্ট করেন তিনি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষ এদিন বলেন , তিনি দলের কর্মীদের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে বলে বিদেশে 'ট্যুর' করতে চলে গেলেন ! তাঁর চোখের চিকিৎসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি । সজলের তীর্যক মন্তব্য, জেলে বসে একজন খালি সলমন খানকে খুন করব বলে হুঙ্কার ছাড়ে, অভিষেক পারলে ইডির সমালোচনা দেশে ফিরে করুন ! 

অন্যদিকে আবার সোমবারই, একটি খাম নিয়ে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। ইডি যে মিথ্যা অভিযোগ করছে, তার প্রমাণ আদালতে জমা দেব বলে মন্তব্য করেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা।                    


আরও পড়ুন :  ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন