পূর্ব মেদিনীপুর: ঝাড়গ্রামে কনভয়ে হামলার পর শালবনিতে এদিন সভায় ঝড় তোলেন মমতা। ওদিকে একইদিনে 'প্রধানমন্ত্রী বদলের' আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত ভোট। বছর পেরোলেই লোকসভা নির্বাচন। আর এমনই একসময়ে অভিষেক বলেন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান।'


'নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান'


এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'ষড়যন্ত্র করে লাভ নেই, কোনও কাজ হবে না। ১০০দিনের বকেয়া টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনতে হবে। মোদির কাছে রিমোট কন্ট্রোল থাকলে, জনগণের কাছেও ইভিএম আছে।' তবে শুধুই ১০০ দিনের বকেয়া টাকা নয় এবার, বিশেষ করে ২০০০ টাকার নোটের ইস্যুও এবার সংযোজন হয়েছে অভিষেকের বক্তব্যে। তিনি বলেন,'বুথে বুথে গিয়ে বলুন, নোট পাল্টাবেন না, প্রধানমন্ত্রীকে পাল্টান।'


২০০০ টাকার নোট বাতিল


মূলত,২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হয়েছে। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সেই অনুযায়ী, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলাতে গেলে একটা ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়বে। তার সঙ্গে জমা করতে হবে আধার কার্ড বা বৈধ কোনও পরিচয়পত্র।


'একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে'


তবে এদিন প্রধানমন্ত্রীকে পাল্টে ফেলার কথা বললেও, মমতার সরকারের প্রশংসায় মাতলেন অভিষেক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। একদিকে তৃণমূল দিচ্ছে, অন্যদিকে বিজেপি নিচ্ছে। জনগণকে সংগঠিত করতে হবে', শালবনির সভায় বার্তা অভিষেকের।  


অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি


প্রসঙ্গত, গতকাল ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য-রাজনীতি। মূলত শালবনিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন সন্ধ্যায়। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর চালানো হয় অভিযোগ।এই ঘটনায় ট্যুইটে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি বলেছেন,  'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল।' আর এবার অভিষেকের কনভয়ের যাত্রাপথে কুড়মিদের বিক্ষোভের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও পাল্টা তোপ দাগতে ছাড়েননি দিলীপও।



গতকাল এনিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন মজা লাগছিল না নাকি কুড়মিদের ক্ষেপাতে।আরে আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুরমিরা কী খায়, কী করে থাকে।'