মালবাজার: নয়া তৃণমূল গড়ার ডাক দিয়ে পোস্টার পড়েছে জায়গায় জায়গায়। তবে নতুন করে দলকে সাজানোর কথা বলেলও, পুরনোের মোটেই বাদ দেওয়া যাবে না, স্পষ্ট করে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, "নতুন তৃণমূল মানে পুরনো তৃণমূল বাদ নয়।"


জলপাইগুড়ির মালবাজারে সভা করলেন অভিষেক


রবিবার জলপাইগুড়ির মালবাজারে সভা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, "নতুন তৃণমূল মানে পুরনো তৃণমূল বাদ নয়। পঞ্চায়েতে শান্তিপূর্ণ, অবাধে ভোট হবে। ভুল থাকতেই হবে, কিন্তু ভুলের সংশোধন দল করবে। কেউ কোনওরকম ভুল করে, নিজের স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি করে। তার পাশে দল দাঁড়াবে না।"


উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের সময়ই তৃণমূলের অন্দরে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব দেখা গিয়েছিল। সম্প্রতি দুর্নীতি মামলায় একে একে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা গ্রেফতার হলে নয়া তৃণমূলের দাবি আরও জোরাল হয়। শহর কলকাতার ইতিউতি তো বটেই, অন্যত্রও নয়া তৃণমূলেরপ সপক্ষে হোর্ডিং পড়ে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ করে নতুন ভাবে তৃণমূলকে তুলে ধরার কথা বলা হয়। সেই থেকেই মমতার উত্তরাধিকার হিসেবে দলের অন্দরে অভিষেকের প্রভাব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। মমতা যদিও বলরাবরই বলে এসেছেন, তরুণ প্রজন্ম ভবিষ্যৎ হলেও, প্রবীণদের নিয়েই এগোতে হবে। রবিবার অভিষেকও সেই বার্তাই দিলেন এ দিন।


আরও পড়ুন: Abhishek Banerjee: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ, সাফ বার্তা অভিষেকের


কোনও রাজনৈতিক সভা নয়, মালবাজারের এ দিনের সমাবেশকে নিজের মনের কথা তুলে ধরার উপলক্ষ্য বলে জানান অভিষেক। তিনি বলেন, "বিজেপি বলছে, নবান্ন অভিযান, আমরা বলছি সমাধান না হলে দিল্লি চলো। তিন লক্ষ চা শ্রমিককে নিয়ে দিল্লি যাব। বহিরাগতদের সঙ্গে লড়াই বুঝে নেব। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে মদত দিচ্ছে বিজেপি। মাঠে ময়দানে থাকতে হবে তৃণমূল নেতা-কর্মীদের।"


অভিষেক আরও বলেন, "বলুন, আজকের এই সমাবেশ কি রাজনৈতিক? ভোটের সময় যারা আসে বহিরাগতরা, পরিযায়ী পাখির মতো, আর ভোটের পর তাদের দেখতে না পান, তাঁদের উপর আশা-ভরসা রাখবেন। আমি ১২ জুলাই ধূপগুড়ি এসেছিলাম, বলেছিলাম ২ মাসে আসব।"


নিজের মনের কথা তুলে ধরতেই সভা, জানালেন অভিষেক


আলিপুরদুয়ারের কালচিনি, নাগরাকাটা-সব বিভিন্ন জায়গায় এ দিন অভিষেকের ভাষণ শোনার ব্যবস্থা করা হয়েছিল। লাগানো হয়েছিল বড় বড় স্ক্রিন। সকলকে বার্তা দিতে অভিষেক বলেন, "ফালাকাটা, যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে দেখছেন...আমি সকলকে বলতে চাই, আপনাদের দাবি আমাদের দাবি। আপনারা দীর্ঘ কয়েক বছর ধরে যা আওয়াজ তুলছেন, তা নিয়ে যত দূর যাওয়ার তত দূর যাব।"