সন্দীপ সরকার, ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়: নিয়োগ দুর্নীতির মামলায় এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব করল সিবিআই (CBI)। তাদের নোটিস পেয়েই শুক্রবার সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক। টেনে এনেছেন তাঁর স্ত্রী, আইনজীবী এবং আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ, যা নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরাও (SSC Case)।


শুক্রবার নোটিস পেয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন অভিষেক। বলেন, "আমার আইনজীবীদেরও ED, CBI করেছে। আমার স্ত্রীকেও ছাড়েনি। আমার আইনজীবী, আমার ঘনিষ্ঠবৃত্তে যারা আছেন, আমার আপ্তসহায়ক, তাঁকেও ইডি ডেকে পাঠাচ্ছে। কারণ, আমাকে দমাবে। আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।"

CBI তলবের জেরে আপাতত থমকাল অভিষেকের জনসংযোগ যাত্রা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, কোনও রক্ষাকবচ না পেয়ে অবশেষে CBI-অভিষেক মুখোমুখি। তার আগে আক্রমণাত্মক সুর শোনা গেল অভিষেকের গলায়। টেনে আনলেন নিজের পরিবারের প্রসঙ্গও। তাঁর বক্তব্য, "ওদের কাছে আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করব মানুষের কাছে, বাবা-মায়ের কাছে, দলনেত্রীর কাছে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। এসএসসি-তে যদি আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায় আমি ফাঁসির মঞ্চে জীবন দেব।"

কয়লাকাণ্ডের এবার নিয়োগ দুর্নীতিনমামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  আগে কয়লাকাণ্ডে অভিষেককে দু'বার জিজ্ঞাসাবাদ করেছে ED। ২০২১-এর ৬ সেপ্টেম্বর দিল্লিতে ED-র দফতরে প্রথম বার হাজিরা দেন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।


আরও পড়ুন: West Bengal News Live Updates : অভিষেককে জিজ্ঞাসাবাদের দিনই 'কালীঘাটের কাকু'র বাড়িতে ED


সেই সময় অভিষেককে বলতে শোনা গিয়েছিল, "বাংলায় কী হয়েছে, আপনারা দেখেছেন। সাহস থাকলে আটকে দেখাক। যেখানে বিজেপি আছে, সেই রাজ্যে তৃণমূল যাবে। মাইকা লালকা হিম্মত হ্যায়, জো লাগানা হ্যায় লাগালো...তৃণমূল ঝুকনেওয়ালা নেহি হ্যায়।"

এর ছ'মাস পর ২০২২-এর ২১ মার্চ কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেককে একটানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED। সেখান থেকে বেরিয়েই ইঙ্গিতপূর্ণভাবে কংগ্রেসকে নিশানা করেন তিনি। এর পাশাপাশি অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।
২০২১-এর ২৩ ফেব্রুয়ারি কয়লাকাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে গিয়ে, CBI তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে।


আরও পড়ুন: Madan Mitra: ‘CPM আমলে ১ মিনিট সময় লাগত, আমরা থাকতে এমন!’, অব্যবস্থার অভিযোগ তুলে SSKM বয়কটের ডাক মদনের


২০২২-এর ১৪ জুন ফের শান্তিনিকেতনে গিয়ে রুজিরাকে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে CBI. তার আট দিন পর ২৩ জুন আবার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। শিশু সন্তানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। কয়লা পাচার মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেকের শ্য়ালিকা মেনকা গম্ভীরও।


এবার নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমবার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন অভিষেক। যদিও তাঁর বক্তব্য, "সারদা, নারদা, কয়লা, গরু— কোনও মামলাতেই আমার বিরুদ্ধে কিচ্ছু পায়নি। এখন নিয়োগ মামলা।" শনিবার সকালে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা অভিষেকের। আপাতত সেদিকেই নজর গোটা রাজ্য়ের।