Bengali Migrant Workers: 'পরিযায়ী শ্রমিক তকমা লেগে গেছে,' গুজরাতে টাটাদের কারখানায় কর্মরত বাঙালিদের গলায় আক্ষেপের সুর

Gujarat Sanand Tata Plant : সভ্যতার চাকা, যা বদলে দিতে পারত সিঙ্গুরের ভাগ্য। বরং সেই চাকার দৌলতে খুলে গেছে সানন্দের কপাল। গুজরাতের এই অখ্যাত গ্রাম, আজ কার্যত শিল্পের হাব।

সৌমিত্র রায়, গুজরাত: সিঙ্গুর (Singur) ছেড়ে টাটারা (Tata) এখন গুজরাতের (Gujarat) সানন্দে। আর তার জেরে আনন্দেই আছে সানন্দ (Sanand)। কিন্তু, টাটাদের সেই কারখানায় কর্মরত বাঙালি যুবকদের আক্ষেপ, এই কারখানাই

Related Articles