ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Scam), বেকার সমস্যা-সহ (unemployment) একাধিক ইস্যুতে পথে নামল বিজেপির (BJP) ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। শুক্রবার কলেজ স্ট্রিটে (College Street) জমায়েত করে বিক্ষোভ (agitation) দেখান এবিভিপি সদস্যরা। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।


‘দুর্নীতির’ প্রতিবাদে পথে


বঙ্গ রাজনীতির ক্ষমতা দখলের লক্ষ্যে, যে শিক্ষক নিয়োগে দুর্নীতিকেই প্রধান হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির, তা স্পষ্ট হচ্ছে তাদের রণকৌশল থেকেই। কলকাতায় পা রেখে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন নিযোগ দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধলেন, সেদিনই পথে নামল আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন কলেজ স্ট্রিটে জমায়েত করে বিক্ষোভ দেখায় তারা। চলে অবস্থান। স্লোগানিং।


অতীতে কর্মসংস্থানের প্রসঙ্গে চপ বিক্রির উদাহরণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, 'আমার পাড়ায় কয়েকটি তেলেভাজার দোকান আমি চিনি, যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন। বড় ব্যবসাও করছেন। ইচ্ছে থাকলে উপায় হয়।' সম্প্রতি চা-ঘুঘনি-তেলেভাজা বিক্রির প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বলেন, 'এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, ‘একটু ঘুগনি তৈরি করে দাও।’ তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!'


আরও পড়ুন: Titagarh Update: 'টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় আমরা লজ্জিত' মন্তব্য তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর


এই প্রেক্ষাপটে এদিন রাস্তায় বসে চপ, মুড়ি বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানায় এবিভিপি।


তৃণমূলের পাল্টা কটাক্ষ


গোটা ঘটনার প্রেক্ষিতে বরানগরের (Baranagar) তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy) বলেন, 'এবিভিপির বাংলায় কিছু ছিল না। হবেও না। বিজেপির ছাত্র সংগঠন? কখনওই বাংলার ছাত্র সমাজের মনে, হৃদয়ে ওদের জায়গা নেই। চেষ্টা করছে করুক। লাভ নেই।'


এবিভিপির অবস্থানের জেরে প্রায় ঘণ্টাদুয়েক কলেজ স্ট্রিট থেকে বিধান সরণি যান চলাচল ব্যাহত হয়।


আরও পড়ুন: Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও