কলকাতা: ৩৫ বছর পর আগামী ৫ অগাস্ট ব্রিগেডে সমাবেশ করতে চলেছে এসইউসিআই কমিউনিস্ট। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ব্রিগেড ভরানো নিয়ে আত্মবিশ্বাসী এসইউসিআই কমিউনিস্টের রাজ্য় নেতৃত্ব।


ব্রিগেডে সমাবেশের প্রস্তুতি: দলের প্রথম পার্টি কংগ্রেস উলক্ষে ১৯৮৮ সালের ৪ এপ্রিল ব্রিগেডে সমাবেশ করেছিল এসইউসিআই। ৩৫ বছর পর আগামী ৫ অগাস্ট ফের ব্রিগেডে সমাবেশ করতে চলেছে এই বামপন্থী দল। এবারের এসইউসিআই কমিউনিস্টের ব্রিগেড সমাবেশের উপলক্ষ ভিন্ন। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে এবার ব্রিগেডে সমাবেশ হবে। মূল বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য় সম্পাদক সত্য় বান, কর্নাটকের নেতা কে রাধাকৃষ্ণ। এই মুহূর্তে জোর কদমে চলছে দলের ব্রিগেড সমাবেশের সাংগঠনিক প্রস্তুতি।               

এসইউসিআই কমিউনিস্টের রাজ্য় নেতৃত্বের দাবি, সারা দেশের মোট ২৫টি রাজ্য় থেকে দলীয় নেতৃত্ব ও কর্মীরা যোগ দেবেন ব্রিগেড সমাবেশে। ওড়িশা থেকে ২টি ট্রেন ভাড়া করে কর্মীদের কলকাতায় নিয়ে আসা হবে।বাকি রাজ্য় থেকে ট্রেনের কোচ ভাড়া করে কর্মীরা নিজেরা কলকাতায় আসবেন।উত্তরবঙ্গ থেকে ১টি ট্রেন ভাড়া করে কর্মীদের আনা হবে।           

সমাবেশের ২দিন আগে থেকেই কলকাতায় আসতে শুরু করবেন ভিনরাজ্য়ের দলীয় কর্মীরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ, কসবার গীতাঞ্জলী স্টেডিয়াম, সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সহ ৮টি জায়গায় তাঁদের রাখার ব্য়বস্থা করা হচ্ছে। রাজ্য়ের পাশাপাশি ভিনরাজ্য়েও ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার। ব্রিগেডে তৈরি হবে ১৩০ ফুট লম্বা  ও ৩০ ফুট চওড়া মঞ্চ। দেশের কোনও রাজ্য়েই এই মুহূর্তে দলের একজন বিধায়ক বা সাংসদ নেই। তা সত্ত্বেও ব্রিগেড ভরানোর বিষয়ে আত্মবিশ্বাসী এসইউসিআই কমিউনিস্ট নেতৃত্ব। গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। এক বছরব্য়াপী সেই অনুষ্ঠানের সমাপ্তি হবে কলকাতার ব্রিগেডে সমাবেশের মধ্যে দিয়ে। আবহাওয়া ভাল থাকলে শিয়ালদা ও হাওড়া থেকে ২টি বড় মিছিল করারও পরিকল্পনা করা হচ্ছে।                   


আরও পড়ুন: West Burdwan News: স্কুল ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত