বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দকুমারের (Nandakumar) পর এগরা (Egra), ফের সমবায় ভোটে জোটের কাছে হার তৃণমূলের (TMC)। এগরার নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় বাম (CPIM)-বিজেপি (BJP)-কংগ্রেস (Congress) জোটের। ৯টি আসনেই জয় প্রগতিশীল সমবায় জোটের। শূন্য হাতেই ফিরতে হল তৃণমূল কংগ্রেসকে।  প্রগতিশীল সমবায় জোটের ব্য়ানারে একসঙ্গে লড়াই করে বাম-বিজেপি-কংগ্রেস। 


নন্দকুমারের পর এবার এগরা। সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট। কার্যত খাটা খুলতেই পারলো না ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা।                                             


এদিন নস্করপুর সমবায় সমিতির মোট ভোটার ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। আসন সংখ্যা ছিল ৯ টি। নটি আসনেই বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা। এদিন নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক এগরা থানার পুলিশ মোতায়েন ছিল। 


আরও পড়ুন, আদানিকে সাহায্য করে হাতি বানিয়েছেন মোদিই, কটাক্ষ খাড়্গের


ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতলো বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে একে অপরকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতলো। বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির।


এই ব্যাপারে এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন সমবায় ভোটের সঙ্গে দল সরাসরি যুক্ত থাকে না সেখানে সাধারণ মানুষ যাদেরকে মনে করেছেন নির্বাচিত করেছে। 


এদিকে, পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপিতে ফের ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অলক বেরা। গতকাল তৃৃণমূল জেলা পার্টি অফিসে এসে শাসকদলের ঝান্ডা হাতে তুলে নেন বিজেপি নেতা। পদত্যাগী বিজেপি নেতার দাবি, দলে দমবন্ধ পরিবেশ, কাজের জায়গা নেই, তাই তৃণমূলে যোগদান। বিজেপি ছে়ড়ে আরও অনেকে আসবে, কটাক্ষ তৃণমূলের। খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছেন, পদত্যাগী নেতাকে পাল্টা তোপ বিজেপির। এর আগে জানুয়ারিতে তৃণমূলে যোগ দেন  ময়নার বিজেপি যুব মোর্চা নেতা সম্রাট সামন্ত।