শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Coochbehar) দুটি স্কুলের উন্নয়নের জন্য পড়ুয়াদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। সেই প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল জেলা প্রশাসন। বুধবার ওই দুটি স্কুলের জন্য টাকা বরাদ্দ করল তারা। আজ কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ওই দুটি স্কুলের শিক্ষকদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন।


আরও পড়ুন: Chinsurah News: বাচ্চাদের সামনেই স্ত্রীকে খুন! সেই বাচ্চার সাক্ষীতেই 'ফাঁসি বা যাবজ্জীবনের' দোরগোড়ায় ব্যক্তি


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেরদিন ১৮ জুন সকালে সার্কিট হাউস থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাস্তায় জেনকিন্স স্কুলের ছাত্ররা মুখ্যমন্ত্রীর কাছে তাদের স্কুলের দুরবস্থার কথা তুলে ধরেন। পরে ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছিলেন তখন চকচকা এলাকায় চকচকা হাইস্কুলের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে স্কুলের উন্নয়নের জন্য অনুরোধ। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারের জেলাশাসক স্কুল দুটি পরিদর্শন করেন। 


আজ এই স্কুল দুটির উন্নয়নের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করল জেলা প্রশাসন। এর মধ্যে চকচকা হাইস্কুলের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ও জেনকিন্স স্কুলের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকার মাধ্যমে স্কুল দুটির পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।


আরও পড়ুন: Viral Video: বাস্তবের গরু উঠল টিনের চালে ! দুর্গাপুরে, ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়


এপ্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, বরাদ্দ টাকায় চকচকা হাইস্কুলের খেলার মাঠ এবং কিছু ক্লাসঘর তৈরি করা হবে। অন্যদিকে শতাব্দী প্রাচীন জেনকিন্স স্কুলে হেরিটেজের অর্থে উন্নয়নের কাজ হবে। এছাড়া আরও ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ওই স্কুলের ক্লাস ঘরগুলির সংস্কারের জন্য।  


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেই জেলাশাসক ও পুলিশ সুপার জেনকিন্স ও চকচকা হাইস্কুল পরিদর্শন করে এসেছিলেন। তারপর থেকে দিন গুণছিল ওই দুটি স্কুলের পড়ুয়ারা। বুধবার তাদের প্রতীক্ষার অবসান হল মনে করা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bankura Murder Case: পিটিয়ে খুনে তৃণমূল নেতা সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড বাঁকুড়ায়