কলকাতা: সময় যত এগোচ্ছে, ততই আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড (Aliah University) নিয়ে উত্তাল হচ্ছে রাজনীতি। আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে সামনে এসেছে আরও একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে, একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরহাদ হাকিম (Firhad Hakim), গোলাম রব্বানি ও নাদিমুল হকেরও নাম করছেন ওই ব্যক্তি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এদিকে, এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "জিম নওয়াজকে চিনি, ইলেকশনের সময় আআলাপ হয়, বিভিন্ন মাইনরিটি প্রব্লেম নিয়ে আলোচনা হয়েছিল, আনিস খান নিয়ে কথা হয়েছিল, জমি নওয়াজ আমাকে সাজেশন দিয়েছেন, তৃণমূলের কেউ নন, ইলেকশন সময়ে সাজেশন দিয়েছেন, পুলিশকে কেউ সামলাতে পারবে না, পুলিশ তার রুল বুক অনুযায়ী চলবে, পুলিশ কেন পৌঁছয়নি...পুলিশই তো পরে গ্রেফতার করেছে"। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফে বলা হয়েছে, "তৃণমূলের তাবড় নেতাদের নাম এই অডিও ক্লিপে আছে, তারা সকলেই সঙ্গে আছে, জিম নওয়াজ কথা বলেছে, জিম নওয়াজের ঘনিষ্ঠ, জিম নওয়াজ নিজেরে সমাজসেবক বলে দাবি করে, এ আলিয়ার কোনও কিছুতেই নেই, অথচ আলিয়ার বিষয় নিয়ে এত ইনারেস্ট কেন? উপাচার্যকে প্রাণে মারার হুমকিতে বাইরে থেকে একথা বলছেন কেন?"
আরও পড়ুন, ‘ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর টাকা নেই কেন্দ্রের কাছে’, জানালেন মমতা
অন্যদিকে, জিম নওয়াজ এই ঘটনা নিয়ে ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "প্রথমত আলিয়ায় ওই কথোপকথনে আলিয়ায় প্রভাব বিস্তার করতে চেয়েছিলামস, এমন কোথাও নেই, আলিয়ার দুরাবস্থার কথা গোলাম রব্বানিকে মন্ত্রী, তাঁকে পাঠাতে পারি, ফিরহাদ হাকিম মন্ত্রী, তাঁকে পাঠিয়েছি।"
অন্যদিকে, এদিন আলিয়াকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘আলিয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আলিয়ায় যে একটু কটু কথা বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বভারতীর ক্ষেত্রে কতজন গ্রেফতার হয়েছে?। বিশ্বভারতীর ভিসি গ্রেফতার হয়েছে?’।