অরিন্দম সেন,  রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : ভয়াবহ ! মারাত্মক ! মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে তোলপাড় পড়ে গেল ফালাকাটায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল সেখানেও। প্রথম শ্রেণিতে পড়া মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করে পথে নামলেন গ্রামবাসীরা। 'এভাবে বাচ্চা মানুষ করব কীভাবে?', এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়লেন বিডিও। 

 শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ, মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগে তোলপাড় পড়ে গেল ফালাকাটায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেয়েটির মা-বাবা বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। বাচ্চাটি তখন বাড়ির বাইরে খেলছিল। পরে সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু হয়। এরপর পুকুর পাড় থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়।

মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজন শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার পরই গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ। কিন্তু তাতেও প্রশমিত হয়নি উত্তেজনা। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।  অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা।   

অভিযুক্তকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে।  জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গণপিটুনিরও তদন্ত করা হচ্ছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পরপর এই ধরনের ঘটনা ঘটছে । তাই তাঁদের 'দফা এক , দাবি এক , মুখ্যমন্ত্রীর পদত্যাগ ' । পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। 

আরও পড়ুন: Srijato on The Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথের গানের অপমান! আইনি পথে হাঁটতে চান শ্রীজাত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে